বিয়ের আগেই শুটিং চলাকালীন 'গর্ভবতী', প্রসবের আগে পর্যন্ত কাজ চালিয়ে যান এই বলি 'ডিভা'রা

Published : Dec 01, 2020, 09:17 AM ISTUpdated : Dec 01, 2020, 09:25 AM IST

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। ফের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিংও অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ করেছেন করিনা। তবে শুধু করিনা একা নন, শুটিং চলাকালীন অনেক অভিনেত্রীরাই গর্ভবতী হয়ে পড়েছিলেন। এমনকী বিয়ের আগে গর্ভবতী ছিলেন বলি ডিভারা। প্রসবের আগে পর্যন্ত শুটিং চালিয়ে গেছেন এই তারকারা, রইল তালিকা।

PREV
19
বিয়ের আগেই শুটিং চলাকালীন 'গর্ভবতী', প্রসবের আগে পর্যন্ত কাজ চালিয়ে যান এই বলি 'ডিভা'রা

২০১০ সালে ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কাজল। এই ছবিতেও কাজলকে মায়ের চরিত্রে দেখা গেছে। গর্ভবতী হয়ে কাজল শুধু ছবির শুটিং নয় বরং একটি প্রচারমূলক অনুষ্ঠানেও গিয়েছিল। প্রসবের আগেও পর্যন্ত কাজল কাজ চালিয়ে গিয়েছিল। তারপরই যুগের জন্ম হয়।

29

করিনা কাপুর  'বীরে দ্য ওয়েডিং ' ছবির সময় অন্তঃসত্ত্বা ছিলেন। যখন এই ছবির শুটিং চলছিল তখন তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছিলেন। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি চলচ্চিত্রের শুটিং চালিয়ে গেছিলেন। পরে প্রসবের আগে কাজ থেকে বিরতি নিয়েছিলেন। আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিংও অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ করেছেন করিনা। 

39

ঐশ্বর্য রাই বচ্চনও শুটিং চলাকালীন অন্তসত্ত্বা হয়ে পড়েছিলেন। যে কারণে ছবির শুটিং বন্ধ করে মাঝপথে তিনি চলে গিয়েছিলেন। এবং তার মাঝপথে চলে যাওয়াতে শুটিং-এর অনেক ক্ষতি হয়েছিল এবং ঐশ্বর্যর পরিবর্তে করিনা কাপুরকে নেওয়া হয়েছিল।
 

49

শ্রীদেবী। বলিউডের চাঁদনি 'জুদাই' ছবির সময় গর্ভবতী হয়ে পড়েছিলেন। সূত্র থেকে শোনা যায়, বিয়ের আগে প্রযোজক বনি কাপুরের সন্তান জাহ্নবী কাপুরের জন্ম দেন শ্রীদেবী। পরে শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেছিলেন।

59

মাধুরী দীক্ষিত সেই সমস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম যারা কাজ নিয়ে কখনওই কোনও আপোস করেননি। ব্লকবাস্টার ছবি 'দেবদাস' করার সময় অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী।

69


জুহি চাওলা ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন। জুহি যখন গর্ভবতী হয়েছিলেন তখনই আমেরিকা থেকে স্টেজ শোয়ের অফার পেয়েছিলেন। এবং জুহি তা প্রত্যাখান না করে সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং দ্বিতীয়বার 'ঝঙ্কার বিটস' চলচ্চিত্রের শুটিং-এর সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।

79

জয়া বচ্চন। শোলে ছবির শুটিং চলাকালীন গর্ভবতী ছিলেন অমিতাভ পত্নী জয়া। এই ছবিতেই জয়ার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়। তার পরেই কন্যা শ্বেতার জন্ম দেন।
 

89

'ওম শান্তি ওম' ছবি চলাকালীন পরিচালক ফারহা খান গর্ভবতী ছিলেন। তারপরেও তিনি কাজ চালিয়ে যান। পরে ফারহা একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।

99

কঙ্কনা সেন শর্মাও ছবির শুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন। এমনকী গর্ভাবস্থায় ফোটোশ্যুটও করেছিলেন তিনি যখন ছবির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী।

click me!

Recommended Stories