১৫০ টা ঘর, ৮০০ কোটি টাকার পাতৌদি ভিলা, ১২০ বছর আগে ডিজাইন করা সইফের এই প্রাসাদ

সইফ আলি খানই বোধ হয় এমন একজন অভিনেতা, যাঁর ভিলা তাঁর নিজের নামেই। পাতৌদি হাউস বাঘাবাঘা অভিনেতার বাংলোকে এক কথায় পেছনে ফেলে সবার উপরে নজর কাড়ে। বিটাউনের জুহুতে বিলাসবহুল বাংলোর ছড়াছড়ি, তবে করিনা-সইফের এই বাংলো সব দিক থেকে টেক্কা দেয়, জলসা কিংবা মান্নতকে। 

Jayita Chandra | Published : Aug 21, 2020 8:48 AM IST / Updated: Aug 21 2020, 02:26 PM IST
111
১৫০ টা ঘর, ৮০০ কোটি টাকার পাতৌদি ভিলা, ১২০ বছর আগে ডিজাইন করা সইফের এই প্রাসাদ

বলিউড সেলেবদের মধ্যে সব থেকে সুন্দর চোখ ধাঁধানো ভিলাটির মালিক সইফ আলি খান। পাতৌদি এই ভিলা সইফ পরিবারের সব থেকে বড় সম্পদ। 

211

এই ভিলাটি বিশেষভাবে ডিজাইন করার পরিকল্পনা করা হয়েছিল ১০০ বছরেরও আগে। ১৯০০ সালে এঁকে নেওয়া হয় এর আর্কিটেক। 

311

বর্তমানে সাইফের এই ভিলার দাম ৮০০ কোটি। যেখানে মাঝে মধ্যেই থাকেন সইফ ও তাঁর পরিবার। করিনাও একাধিক ছবি শেয়ার করেন এই ভিলা থেকে। 

411

এই ভিলার একাধিক বিশেষত্ব। যার মধ্যে অন্যতম হল ১৫০টিরও বেশি ঘর রয়েছে এই পাতৌদি ভিলাতে। 

511

মাঝে এই ভিলা ভাড়া নিয়েছিল একটি সংস্থা। বর্তমানে সেই হাত থেকে তা ফিরিয়ে এনেছেন সইফ আলি খান।

611

একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাতৌদি পরিবারের এই সম্পত্তির ছবি। রাজমানিকেও হার মানায় এই ভিলা। 

711

সাজানো বাগান থেকে শুরু করে, রয়াল লুক, সবই যেন সঠিক অনুপাতে দিয়ে সাজিয়ে তোলা এই ভিলা। যার মূল্য শুনলে চোখ কপালে ওঠে।

811

এক এক জন তারকার সঞ্চয়ের যা পরিমাণ হয়, তার সমান দাম শুধু সইফের এই ভিলার। ৮০০ কোটি টাকা।

911

বাড়িটি সাজানো রয়েছে রয়াল লুকেই। বড় বড় মূর্তি থেকে শুরু করে পেইন্টিং। সবই যেন তাক লাগিয়ে দেওয়ার মত।

1011

ভিলার মাত্র একটি অংশ ব্যবহার করা হয় বর্তমানে। বাকি অংশ থাকে বন্ধ। শোওয়ার ঘর থেকে শুরু করে বসার ঘর, রাজকিয় ব্যাপার বলতে যা বোঝায়, তাই হল পাতৌদি হাউস।

1111

এই ভিলার আগের নাম ছিল ইব্রাহিম কোঠি। এটি অবস্থিত হরিয়ানাতে। সইফ আলি খানের বাবা এই বাড়িটি সাজিয়ে ছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos