তপন মল্লিক, কলকাতা- মাত্র দশ বছর বয়সে সিনেমায় হাতেখড়ি। তার পরের এক যুগ বোম্বাইয়ের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। সিনেমা দুনিয়ার বিখ্যাত মানুষের পুত্র হওয়া স্বত্বেও প্রয়োজনে স্পটবয়ের কাজও করেছেন। তারপর এসেছে বড় ধারণের সুযোগ। একেবারে মধুবালার নায়ক হিসেবে। সেই সময় বোম্বাইয়ের সেরা নায়িকা মধুবালা। তবে তার চেয়েও উল্লেখযোগ্য কৃতিত্ব মাত্র চব্বিশ বছরের যুবকটি তৈরি করে ফেললেন নিজস্ব স্টুডিও আর. কে. ফিল্মস। এরপর তিনিই হন তাঁর সময়ের সর্বকনিষ্ঠ সিনেমা প্রযোজ্যক ও পরিচালক। বলিউডে এখনও তিনি শ্রেষ্ঠ শোম্যান বলেই পরিচিত।