মিলেছিল অমিতাভ-নাতনির কমেন্ট, কয়েকমুহূর্তেই ইনস্টা থেকে ছবি সরালেন শাহরুখ কন্যার, কী ছিল পোস্টে

সুহানা খান, বলিউডে এখন পা না রাখলেও তাঁর প্রভাব ভক্তমহলে খুব একটা কম নয়। শাহরুখ কন্যা বলে কথা। জন্ম লগ্ন থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে উপচে পড়া ভক্তমহলকে নানা পোস্ট দিয়ে ভরিয়ে দিয়ে থাকেন তিনি। তবে পোস্ট করে ডিলিট কেন! উত্তর খুঁজছে নেট দুনিয়া। 

Jayita Chandra | Published : Apr 6, 2021 3:05 PM / Updated: Apr 06 2021, 05:14 PM IST
18
মিলেছিল অমিতাভ-নাতনির কমেন্ট, কয়েকমুহূর্তেই ইনস্টা থেকে ছবি সরালেন শাহরুখ কন্যার, কী ছিল পোস্টে

সুহানা খান বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। একের পর এক পোস্ট তা মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। 

28

তবে এই তারকা কন্যাকে দেখা যাবে সিনে দুনিয়ায় এখন সেই উত্তরই খুঁজছে ভক্তমহল। এমনই পরিস্থিতিতে আরও স্টানিং লুকে ধরা দিচ্ছেন তিনি। 

38

ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সেই পোস্ট। দিন দিন যেন আরও সুন্দর হয়ে উঠছেন শাহরুখ কন্যা। 

48

পার্ফেক্ট ফিগারই জানান দিচ্ছে তিনি বলিউডের জন্য প্রস্তুত। সম্প্রতি একের পর এক পোজে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন তিনি। 

58

তবে এবার এমন কী পোস্ট করলেন তিনি, যা মুহূর্তে ডিলিট করতে হল। সদ্য দুটি ছবি পোস্ট করেছিলেন তিনি। 

68

ক্যাপশানে লিখেছিলেন,  এই ছবির ক্যাপশন দিতে। সেখানেই কমেন্ট করেছিলেন অমিতাভ নাতনি নভ্যা। 

78

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট ডিলিট করে দেন সুহানা। কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। তবে তাঁর ভক্তমহল আবারও শেয়ার করে সেই পোস্ট। 

88

বর্তমানে এই পোস্ট নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন তুঙ্গে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos