Published : Apr 06, 2021, 03:05 PM ISTUpdated : Apr 06, 2021, 05:14 PM IST
সুহানা খান, বলিউডে এখন পা না রাখলেও তাঁর প্রভাব ভক্তমহলে খুব একটা কম নয়। শাহরুখ কন্যা বলে কথা। জন্ম লগ্ন থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে উপচে পড়া ভক্তমহলকে নানা পোস্ট দিয়ে ভরিয়ে দিয়ে থাকেন তিনি। তবে পোস্ট করে ডিলিট কেন! উত্তর খুঁজছে নেট দুনিয়া।