ঘোড়ায় চড়ে রোম্যান্টিক রবিবার, মুহূর্তে ভাইরাল নিক প্রিয়ঙ্কার ছবি

প্রথম খবরে অনেকেরই চোখে বেমানান ছিল এই জুটি। কিন্তু পরবর্তীতে তাঁরা প্রমাণ করেছিলেন লাভ বার্ড বোধ হয় এদেরই বলে। রেড কার্পেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, একের পর এক ছবি শেয়ার করে সকলের নজর কেড়ে চলেছেন নিক-প্রিয়ঙ্কা জুটি। সম্প্রতি শেয়ার করা এক ছবিতে আবারও রোম্যান্টি মুডে ধরা দিলেন তাঁরা।

Jayita Chandra | Published : Mar 4, 2020 9:30 AM IST / Updated: Mar 04 2020, 07:15 PM IST
110
ঘোড়ায় চড়ে রোম্যান্টিক রবিবার, মুহূর্তে ভাইরাল নিক প্রিয়ঙ্কার ছবি
ব্যস্ততা হাজারও, তারই মাঝে সময় করে নিয়ে খানিক প্রেম পর্ব সারলেন নিক প্রিয়ঙ্কা জুটি।
210
এক কথায় রবিবার বলতে যা বোঝায়, তেমনই এক ছুটির দিন কাটালেন নিক-প্রিয়ঙ্কা।
310
ঘোড়ার পিঠে চড়ে সৈকতে ঝড় তুললেন এই জুটি। মাথায় টুপি, এ যেন এক হান্টার লুক।
410
ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল ভক্ত মহলে।
510
সূর্যাস্ত, বালি, সমুদ্র সব মিলিয়ে এ যেন এক রোম্যান্টিক মুডে সফর। আর সফর সঙ্গী হলেন কাছের মানুষ।
610
ঘোড়ারর পিঠে চড়ে ছবি দিয়ে আবারও নেট দুনিয়ায় ট্রেন্ড এই জুটি।
710
প্রকাশ্যেই তাঁরা নিজেরে সম্পর্কের বরাই করে থাকে। নিকের সঙ্গে প্রিয়ঙ্কা সম্প্রতি একটি ভিডিও শ্যুট করেছিলেন।
810
প্রথম থেকেই এই জুটি খবরের শিরোনামে। সব জায়গাতেই একই সঙ্গে দেখা যায় তাঁদের।
910
রেড কার্পেট থেকে শুরু করে ব্যক্তিগত পার্টি, সবেতেই নজর কাড়ে নিক প্রিয়ঙ্কা জুটি।
1010
হাজারো সমালোচনার মাঝে নিক প্রিয়ঙ্কার সম্পর্ক এখনও খানিক স্বপ্নেরই মত।
Share this Photo Gallery
click me!

Latest Videos