বাজ পরাকে ছোট থেকেই ভয়, জন্মদিনে রইল অচেনা-অজানা শ্রদ্ধা কাপুর

Published : Mar 03, 2020, 11:21 AM IST

বলিউডে এখন প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধা কাপুর। বলিউডে পা রাখার পর থেকেই তাঁর অভিনয় গুণে মুগ্ধ ভক্তরা। ছোট ছোট পাঠ দিয়ে পথ চলা শুরু হলেও আজ তিনি সুপারস্টার। অভিনেত্রীর জন্মদিনেই রইল বেশ কিছু জানা-অজানা তথ্য। 

PREV
110
বাজ পরাকে ছোট থেকেই ভয়, জন্মদিনে রইল অচেনা-অজানা শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুরের মা মারাঠি হওয়ায় সেই ছোঁয়া রয়েছে তাঁর লুকে। যা শ্রদ্ধাকে এক আলাদা মাত্রা দেয়।
210
বলিউডে পা রেখেছিলেন তিনি তিন পাত্তি ছবির মধ্যে দিয়ে।
310
আশিকি ২ ছবির মধ্যে দিয়েই প্রথম পরিচিতি ঘটে শ্রদ্ধা কাপুরের।
410
এই ছবিতে অভিনয় করার পর সেরা পুরষ্কার পান ফিল্ম ফেয়ার থেকে।
510
শ্রদ্ধা কাপুর ছোট থেকেই বেশ সাহসী। তবে একটাই তাঁর ভয়, বাজ পরাতে বেজায় সমস্যা হয় অভিনেত্রীর।
610
চায়ের খুব ভক্ত শ্রদ্ধা কাপুর। খাবারের মধ্যে জাঙ্ক ফুড তাঁর খুব একটা পছন্দের নয়। প্রথম থেকেই হালকা খাবার খেয়ে থাকেন তিনি।
710
ছোট থেকেই হলিউড ছবি দেখতে পছন্দ করেন তিনি। শক্তি কাপুর অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা।
810
প্রথম থেকেই পরিবেশের প্রতি সচেতন শ্রদ্ধা কাপুর। একাধিকবার সরব হয়েছেন বিভিন্ন বিষয়।
910
খেলাধূলাতে বেশ ভালো শ্রদ্ধা কাপুর। স্কুবা ড্রাইভে প্রশিক্ষিত তিনি।
1010
বর্তমানে বলিউডের সর্বাধিক ছবির প্রস্তাব রয়েছে শ্রদ্ধা কাপুরের হাতে।
click me!

Recommended Stories