একাধিক শর্ত ভাঙা হয়েছে, যথা সময় মিলেনি টাকা, প্রতারণা নিয়ে মুখ খুললেন সানি

সম্প্রতি প্রতারণার অভিযোগ এসেছে সানি লিওনের নামে। মোটা অংকের টাকা নিয়েও কথা রাখেননি অভিনেত্রী। এবার তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন এক সংস্থার ব্যক্তি। সমস্যা জটিল হওয়ার মুখে মুখ খুলল সানি ঘনিষ্ঠ সূত্রে থাকা এক ব্যক্তি। ঠিক কী ঘটেছিল

Jayita Chandra | Published : Feb 9, 2021 3:22 AM IST / Updated: Feb 09 2021, 10:28 AM IST
19
একাধিক শর্ত ভাঙা হয়েছে, যথা সময় মিলেনি টাকা, প্রতারণা নিয়ে মুখ খুললেন সানি

সম্প্রতি কচিতে ছুটি কাটাতে গিয়েছিলেন সানি লিওন। কিন্তু ঠিকই উদ্দেশ্যে ছুটি কাটাতে যাওয়া তা খোলাসা হল সম্প্রতি।

29

সানি লিওন কচিতে দু-দুটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু যথাসময়ে সেখানে হাজির হননি তিনি।

39

এরফলেই রেগে গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে এই সংস্থার তরফ থেকে এক ব্যক্তি। তিনি সব জানেন পেমেন্ট নিয়ে অনুষ্ঠানে আসেননি সানি।

49

যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন সানি লিওন। তবে বচসা বাড়ার ফলে, এবার মুখ খুললেন সানি তরফ থেকে এক ব্যক্তি।

59

বললেন পুরো পেমেন্ট দেওয়া হয়নি সানিকে। কথা ছিল অনুষ্ঠানের 7 দিন আগে অর্ধেক পেমেন্ট করা হবে।

69

চুক্তির সময় অর্ধেক পেমেন্ট করা হয়, এই সময়ে জানানো হয় যদি সানির শিডিউলের সঙ্গে ডেট ম্যাচ করে তবেই তিনি অনুষ্ঠানে যাবেন।

79

পাশাপাশি শর্ত ছিল বাকি টাকা কমপ্লিট করতে হবে অনুষ্ঠানের আগেই। কিন্তু তেমন কোনো টাকা সংস্থা থেকে দেওয়া হয়নি।

89

এখানেই শেষ নয় পরপর ছটি সিডিউল অনুষ্ঠানে ক্যানসেল করা হয়েছিল।   যার ফলে সানি ডেট রাখতে পারেননি। বর্তমানে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos