নীল ছবির জগত ছেড়ে মূল স্রোতে আসতে চাওয়া, সানির কি অপরাধ এটাই! নাাকি বুলি, বডি শেমিং এটা নেটদুনিয়ার এক বদঅভ্যাস, কারণে অকারণে কোনও না কোনও প্রসঙ্গ টেনে মানুষকে ছোট করার কৌশল, এবার এর প্রতিবাদে মুখ খুললেন সানি লিওন।
সমালোচনা একটা অভ্যাস, যা চক্রের মত ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন সানি লিওন।
28
নীল ছবির জগত থেকে বলিউডে পা, যদি এটাই তাঁর অপরাধ হত, তবে আরও হাজার হাজার অভিনেত্রী প্রতিদিন প্রতি মুহূর্তে যে শিকার হচ্ছে বুলিং-এর!
38
সেই দিকে নজর দিয়েই এবার সানি লিওন বলেন, ত্বকের রঙ থেকে শুরু করে, গায়ে থাকা রোম, আলোচনায় এরা তুলে আনে সবকিছুই।
48
আর এতেই ঘোর আপত্তি সানির। তাঁর বক্তব্য যখন একজনকে নিয়ে এই ট্রোলিং বা বুলিং চলতে থাকে তখনই সকলের প্রতিবাদ করা উচিৎ।
58
আসলে বুলিং চলতে থাকে চক্রাকারে। একজনকে নিয়ে শেষ হলে আবার অন্য কাউকে নিয়ে পড়ে যায় নেটদুনিয়া। প্রতিবাদ করলেই যে নিস্তার এমনটা নয়।
68
এই বিষয়ও সাফ জানিয়ে দেন সানি। কিন্তু যাঁদের নিয়ে বুলিং হয়, কোথাও না কোথাও তাঁদের মনে একটা দাগ কেটে যায়।
78
এই জিনিসটাই বন্ধ হওয়া দরকার। একজন যখন করছে এমন, তখন তাঁর ভাবা উচিৎ দুদিন পর একই জিনিস তাঁর সঙ্গেও হতে পারে।
88
আর এভাবেই সম্ভব এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে আনা সম্ভব। একদিনে হয়তো বন্ধ হবে না, কিন্তু এই পদ্ধতিতে কোথাও তো পৌঁচ্ছনো যাবে। সাফ জানান সানি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।