মৃত্যুর একমাস আগে সব সম্পত্তি কার নামে করেছিলেন সুশান্ত, তবে কি কিছু আঁচ করেছিলেন

Published : Sep 03, 2020, 08:04 AM IST

সুশান্ত সিং রাজপুতের কেসে একাধিক মোড়। ক্রমেই যেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একের পর এক তথ্য সামনে আসায় ঘুরছে তদন্তের মোড়। যা নিয়ে বেজায় চিন্তার ভাঁজ নেটিজেনদের কপালেও। প্রতি নিয়ত তদন্তের ভিত্তিতে উঠে আসা তথ্য ঘিরে চাঞ্চল্যতা ক্রমেই যেন জটিল হয়ে উঠছে। এবার সামনে এল সুশান্তের সম্পত্তি নিয়ে ভয়াবহ তথ্য... 

PREV
18
মৃত্যুর একমাস আগে সব সম্পত্তি কার নামে করেছিলেন সুশান্ত, তবে কি কিছু আঁচ করেছিলেন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে একাধিক রহস্য ঘণীভূত। কখন কীভাবে সুশান্তের মৃত্যু, কোন মানসিক পরিস্থিতিতে এই পথ বেঁছে নিয়েছিলেন তারকা তারই উত্তরের অপেক্ষায় আজ সকলে। 

28

এমনই সময় একের পর এত নতুন তথ্য ঘরি জল্পনা উঠছে তুঙ্গে। কেন আত্মহত্যা করলেন সুশান্ত, কোন পরিস্থিতি বাধ্য করপল তাঁকে এই পদক্ষেপ নিতে, তবে কী খুন, উত্তর এখনও অস্পষ্ট। 

38

তবে ছড়িয়ে ছড়িয়ে নানা ইঙ্গিত রেখে গিয়েছেন বোধহয় খোদ তারকাই। লকডাউনে কাটানো দীর্ঘ তিনমাস। অন্দরমহলে ঠিক কী ভটেছিল জানা নেই কারুর। 

48

তবে বর্তমানে সামনে উঠে এসেছে একাধিক তথ্য, কখনও শিরোনামে সুশান্তের মানসিক অবসাদ, কখনও আবার শিরোনামে আত্মহত্যার প্ররোচনা। তবে সুশান্ত ঠিক কী পরিস্থিতিতে ছিলেন!

58

মে মাস, মৃত্যুর ঠিক একমাস আগে, সবটাই কি ছিল স্বাভাবিক, নাকি কিছু আঁচ করেছিলেন সুশান্ত! তড়িঘড়ি নিজের সম্পত্তি লিখে দিয়েছিলেন দিদি প্রিয়ঙ্কার নামে। 

68

যদিও সূত্রের খবর দিদির সঙ্গে সুশান্তের সম্পর্ক খুব ভালো ছিল না। তবে কেন এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে কি রিয়ার থেকে সম্পত্তি আগলাতেই বদলে ছিলেন নোমিনির নাম!

78

২০ মে, সুশান্ত নিজের সব সম্পত্তির নোমিনি করে দিয়েছিলেন নিজের দিদিকে। তবে কি মে মাসেই এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ছিলেন সুশান্ত, প্রশ্ন উঠছে তা ঘিরেও। 

88

যদিও সবটাই এখনও ধোঁয়াশা, কিছুই স্পষ্ট নয় অভিনেতার মৃত্যু রহস্যে। সঠিক বিচারের অপেক্ষায় এখন দিনগুণছে গোটা দেশ...

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories