গতকালই ২ মাস অতিক্রান্ত হয়েছে সুশান্তের মৃত্যুর। সকলের প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজকের দিনেই সেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একের পর এক নয়া নয়া তথ্য বেরিয়ে আসছে। সম্প্রতি সূত্র থেকে জানা গেছে প্রাক্তন প্রেমিকার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত। শুধু তাই নয়, মৃত্যুরও পরও নাকি সুশান্তের অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হয়। কে সেই রহস্যময়ী নারী, তদন্তে খতিয়ে দেখছে ইডি। এবার মুখ খুললেন রিয়া। ইডি-র জেরায় রিয়া জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ের মালাড এলাকার যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন ,সেই ফ্ল্যাটেরই নাকি ইএম আই গুনছিলেন সুশান্ত। তবে এটা সত্যি কিনা মিথ্যা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইডি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে একের পর এক রহস্য বেরিয়ে আসছে। সুশান্তের পরিবার এবার ফুঁসে উঠেছে রিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই।
212
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছে সুশান্ত সিং রাজপুতের পরিবার। সেই মামলারই তদন্ত করছে ইডি।
312
মামলার তদন্ত করতে গিয়েই ইডি-র হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন বান্ধবীর ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর পরও নাকি তার অ্যাকাউন্ট থেকেই কাটা হয় ফ্ল্যাটের ইনস্টলমেন্ট।
412
কে সেই রহস্যময়ী নারী, তা জানার জন্যই মুখিয়ে রয়েছে সকলে। সুশান্তের মৃত্যু তদন্তে নেমে এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি।
512
ইডি-র জেরায় রিয়া জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ের মালাড এলাকার যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন ,সেই ফ্ল্যাটেরই নাকি ইএমআই গুনছিলেন সুশান্ত।
612
রিয়া জানিয়েছেন, অঙ্কিতা যে ফ্ল্যাটে রয়েছেন, সেটা নাকি একপ্রকার দখন করে রাখা বলে দাবি করা হচ্ছে। কারণ জীবিত থাকাকালীন এই ফ্ল্যাটের ইএমআই বাবদ ৪.৫ কোটি টাকা দিচ্ছিলেন সুশান্ত।
712
রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই নাকি তিনি এটা দাবি করেছেন বলে জানা গেছে। রিয়ার কথায়, সুশান্তই অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন। কিন্তু কোনওদিন তাকে ফ্ল্যাট ছাড়তে বলেননি অভিনেতা।
812
রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই নাকি তিনি এটা দাবি করেছেন বলে জানা গেছে। রিয়ার কথায়, সুশান্তই অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন। কিন্তু কোনওদিন তাকে ফ্ল্যাট ছাড়তে বলেননি অভিনেতা।
912
অঙ্কিতা এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে এবার এই ফ্ল্যাটের সমস্ত নথি চেয়ে ইডি ডেকে পাঠাতে পারে অঙ্কিতাতেও।
1012
উল্লেখ্য,অভিনয়ের শুরুতেই পবিত্র রিস্তা সিরিয়ালের সময় অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। জনসমক্ষে সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। কিন্তু বড়পর্দায় পা রাখতেই তাদের সম্পর্ক ভেঙে যায়।
1112
টানা ৬ বছর সম্পর্কে ছিলেন সুশান্ত ও অঙ্কিতা। ২০১৬ সালে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তার আগে পর্যন্ত তারা মালাডের এই ফ্ল্যাটেই থাকতেন। এবং দুজনে মিলেই এটি কেনার পরিকল্পনা করেছিলেন। তারপর সম্পর্ক ভাঙতেই সুশান্ত ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন।
1212
সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ফ্ল্যাটের ইনস্টলমেন্ট দিতে যেতেন সুশান্ত। কিসের স্বার্থেই বা দিতেন, উঠছে একাধিক প্রশ্ন। আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।