আজও মেলেনি সুশান্তের ফ্ল্যাটের চাবি,'গুরুত্বপূর্ণ দিক, পরিবারের উকিলের দাবি

Published : Sep 04, 2020, 04:50 PM IST

কোন দিকে ঠিক পাল্লা ভারী! কখনও উঠে আসছে সুশান্তের মানসিক অবস্থার অবনতী, কখনও আবার সূত্র খুনের চক্রান্তের ইঙ্গিই তুলে ধরছে। এবার আরও এক পুরোনো তথ্য ঘিরে প্রশ্ন তুলে ধরলেন সুশান্তের পরিবারের উকিল বিকাশ সিং। আজও মেলেনি সুশান্তের বাড়ি চাবি, কোথায় রয়েছে তা!!!

PREV
18
আজও মেলেনি সুশান্তের ফ্ল্যাটের চাবি,'গুরুত্বপূর্ণ দিক, পরিবারের উকিলের দাবি

১৪ জুন, বেলায় কাছে ছিল না সেদিন সুশান্তের ফ্ল্যাটের চাবি। তাই ভেতরে কিছু অঘটনের আঁচ পেয়েও দরজা খোলা যায়নি। 

28

কিছুক্ষণের মধ্যেই দেকে পাঠানো হয়েছিল চাবিওয়ালাকে। মুহূর্তে সেদিন জল্পনা উঠেছিল তুঙ্গে। রিয়ার কাছে কী তবে চাবি!

38

অনেকে আবার অনুমান করেছিলেন চাবি ছিল দিদির কাছেই। কিন্তু পরবর্চী সুশান্তের বাড়ি তল্লাশি করেও মেলেনি চাবি। 

48

আজ এই তদন্তের কেটে গিয়েছে আড়াই মাস। এখনও নিখোঁজ চাবির কথায় ভাবিয়ে তুলছে উকিল বিকাশ সিংকে। 

58

তিনি সাফ জানিয়েছেন, আজও মিলল না সুশান্তের বাড়ির চাবি। কোথার রয়েছে সেই চাবি, কীভাবে হারালো তা, গভীর রহস্যের গন্ধই পাচ্ছেন বিকাশ। 

68

কয়েকদিন আগেই সুশাম্তের প্রতিবেশী জানিয়ছিলেন, তিনি ১৩ জুন রাতে অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছিলেন। 

78

সুশান্তের বাড়ির আলো কখনও বন্ধ থাকত না, কিন্তু সেদিন মিনিট ১৫ জন্য বন্ধ ছিল সুশান্তের ঘরের আলো। শুধুমাত্র রান্নার ঘরের আলো জ্বলছিল। 

88

তবে কী সুশান্তের ফ্ল্যাটের চাবি অন্য কারুর কাছে রয়েছে, কেন খোয়া গেল চাবি, এমনই প্রশ্ন মাথা চারা দিয়ে উঠেছে এখন উকিলের মনে। 

click me!

Recommended Stories