যে গলার স্বর নেটিজেনরা শুনতে পায়, সেখান থেকে তাঁদের দাবি, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মাও নাকি উপস্থিত ছিলেন ভিডিওতে। অনেকের মতে সুশান্তের মা-ও ছিলেন তাঁর সঙ্গে। প্যারানর্মাল ভিডিওতে সাধারণত বিশ্বাস-অবিশ্বাস দুটি কারণে গড়ে ওঠে বিতর্ক। সেই বিতর্ক তুলেছে জনা কয়েক নেটিজেন।