বিশ্বাস হারাচ্ছিলেন সুশান্ত, তিনবার দেখিয়েই মনোবিদ বদল, বয়ানে উঠে আসা তথ্য জানালো পুলিশ

Published : Jul 21, 2020, 12:02 PM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হিসেবে সবার প্রথমে যা সামনে উঠে এসেছিল তা হল মানসিক অবসাদ। ক্রমেই অভিনেতার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল বলে দাবি করেন তাঁর চিকিৎসারত মনোবিদরা। পুলিশি জেরার মুখে এবার তাঁরা খোলসা করলেন সুশান্তের সমস্যা কী ছিল...

PREV
18
বিশ্বাস হারাচ্ছিলেন সুশান্ত, তিনবার দেখিয়েই মনোবিদ বদল, বয়ানে উঠে আসা তথ্য জানালো পুলিশ

সুশান্তের মানসিক অবস্থা ঠিক কেমন ছিল এবার খোলসা করলেন খোদ মুম্বই পুলিশ। সুশান্তের প্রাথমিক মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে আত্মহত্যা।

28

পাশাপাশি প্রকাশ্যে আসে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ বেশ কয়েকটি ডাক্তারের নথিও উদ্ধার করেছিলেন অভিনেতার বাড়ি থেকে। 

38

এরপর রিয়া চক্রবর্তী তাঁর বয়ানে জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত শেষের দিকে স্বাভাবিক আচরণ করতেন না। 

48

খেতেন না ওষুধ, এবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল তিন মনোবিদকে। যাঁরা সুশান্তের চিকিৎসা করেছিলেন।

58

জানুয়ারী মাস থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সুশান্ত। এবার পুলিশের তরফ থেকে জানানো হল কী জানিয়েছেন তাঁর মনোবিদরা। 

68

সুশান্ত সিং রাজপুত হারাচ্ছিলেন ভরসা। সহজে বিশ্বাস করতেন না কাউকে। বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। বার বার বদলে ফেলতেন মনোবিদ। 

78

তিনবার দেখানোর পরই তাঁর কাছে আর যেতেন না সুশান্ত। এমন কি লকডাউনেও তিনি ফোনে ফোনে যোগাযোগ রাখতেন মনোবিদদের সঙ্গে। 

88

কিন্তু কথা শুনলেও তা মানতেন না সুশান্ত। ফলো করতেন না কোনও গাইডলাইনই। সম্প্রতি পুলিশি জেরার মুখে তথ্য জানালেন সুশান্তের তিন চিকিৎসক।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories