প্রসঙ্গত, সোমবার তাঁকে থানার সামনে দেখতে পেয়েই উপচে পড়ে চিত্রসাংবাদিকরা। রইল তাঁর এক্সক্লুসিভ কিছু ছবি। তাঁর ব্লকবাস্টার ছবি থেকে সুশান্তের বাদ পড়ার কারণ নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। বনশালী প্রযোজনা সংস্থা থেকে তাঁকে ব্যান করার অভিযোগও ওঠে কমল আর খানের ট্যুইটে।