সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা, ফরেনসিক পরীক্ষার ফলাফলে বিস্ফোরক বিকাশ সিং

Published : Sep 25, 2020, 10:37 PM IST

দেখতে দেখতে কেটে গিয়েছে তিন মাস। এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মেলেনি কোনও সুরাহা। তবে তাঁর মৃত্যুর তদন্ত থেকে মোড় ঘুরে গিয়েছে মাদকচক্রে। সুশান্তের নাম এখন কম উঠে আসে কম। মাঝে প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীরও নাম। সিবিআই, রিয়ার হাজতবাস, তাঁর ভাইয়ের জেল সমস্তকিছুই ছিল খবরের শিরোনামে। এখন যেন এসব ক্রমশ অতীত হয়ে উঠছে। লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন বলিউড ক্যুইন কঙ্গনা রনাওয়াত। টুইটারে একের পর এক লড়াইতে তিনি হয়ে উঠছেন খবর। তবে এখন অবশ্য শিরোনামে রয়েছে দীপিকা পাডুকোন।

PREV
18
সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা, ফরেনসিক পরীক্ষার ফলাফলে বিস্ফোরক বিকাশ সিং

মাদকচক্রে জড়িয়েছে তাঁর নাম। তিনি নাকি ওয়াটসঅ্যাপে একটি গ্রুপের অ্যাডমিন যার নাম 'ড্রাগ চ্যাটস'। এনসিবি তাঁকে সমনও পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

28

মাদকচক্রে জড়িয়েছে তাঁর নাম। তিনি নাকি ওয়াটসঅ্যাপে একটি গ্রুপের অ্যাডমিন যার নাম 'ড্রাগ চ্যাটস'। এনসিবি তাঁকে সমনও পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

38

সম্প্রতি সুশান্তের ফরেনসিং রিপোর্টের ফলাফল অনুযায়ী তাদের ফরেনসিক টিমের মতামত, এটি আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। ক্রাইম সিন পুনঃর্নিমাণ করে এই মতামত দিয়েছেন তারা। 

48

অন্যদিকে এই যুক্তি মানতে নারাজ আইনজীবী বিকাশ সিং। তিনি এখনও বিশ্বাস করেন যে সুশান্তকে খুনই করা হয়েছে। যার জেরে তিনি এই ফরেনসিক পরীক্ষার ফলাফলের বিরোধীতা করেছেন। 

58

তিনি জানান, "আমি সুশান্তের মৃতদেহের ছবি এআইআইএমএস-র এক ডাক্তারকে পাঠিয়েছিলাম। তিনি তদন্তকারী টিমের সঙ্গেই যুক্ত। সেই ডাক্তার বলেছিলেন তিনি ২০০ শতাংশ নিশ্চিত যে এটি খুন।"

68

এমনকি তিনি সিবিআই-র বিষয়ও জানান, সিবিআই-র টিম অতিরিক্ত সময় নিচ্ছে তদন্ত করতে। যার জন্য তিনি একেবারেই ধৈর্য্য হারিয়ে ফেলছেন। 

78

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তিও বিকাশ সিংয়ের এই টুইটের জবাবে লেখেন, তাঁরা বহুদিন ধরে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর কত সময় লাগবে তাঁর ভাইয়ের মৃত্যুর বিচার চাইতে। 

88

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তিও বিকাশ সিংয়ের এই টুইটের জবাবে লেখেন, তাঁরা বহুদিন ধরে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর কত সময় লাগবে তাঁর ভাইয়ের মৃত্যুর বিচার চাইতে। 

click me!

Recommended Stories