'সুশান্তের সঙ্গে দেখা না করেই তাকে নিয়ে গলা ফাটাচ্ছে' নাম না নিয়ে কঙ্গনাকে খোঁচা সোনুর

সুশান্তের  মৃত্য নিয়ে বলিউডে নেপোটিজম তরজা বেড়েই চলেছে। বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা উঠে এসেছেন স্বজনপোষণ বিতর্কে। বলিউডের একাংশের সঙ্গে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের তরজাও অব্যাহত। এবার নাম না নিয়ে কঙ্গনাকে একহাত নিলেন বলিউডের সুপারহিরো সোনু সুদ। গত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের পাশে তিনি যেভাবে রিয়েল হিরো হয়ে দাঁড়িয়েছেন,তা প্রশংসনীয়। বলিউডের নেপোটিজম তরজাতে সেভাবে মুখ খোলেননি অভিনেতা। তবে সুশান্তের মৃত্যু পর নাম না করে যেভাবে ফুঁসে উঠলেন অভিনেতা তাতে অভিযোগ তির কঙ্গনার দিকেই রয়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।
 

Riya Das | Published : Jul 28, 2020 6:54 AM IST / Updated: Jul 28 2020, 12:25 PM IST
19
'সুশান্তের সঙ্গে দেখা না করেই তাকে নিয়ে গলা ফাটাচ্ছে' নাম না নিয়ে কঙ্গনাকে খোঁচা সোনুর

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত স্বজনপোষণ নিয়ে ফুঁসে উঠেছেন। সুশান্তের মৃত্যুর পর থেকেই এই নেপোটিজম চর্চা  চলেই আসছে।

29

করোনায় পরিস্থিতিতে নেপোটিজম, বিতর্ক সব কিছু থেকেই  নিজেকে দূরে সরিয়ে রেখে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা  নিজের হাতে তুলে নিয়েছেন সোনু। এবার স্বজনপোষণ তরজায় মুখ খুললেন বলি অভিনেতা সোনু সুদ। 

39

সোনু জানিয়েছন, সুশান্তের মৃত্যু নিয়ে অনেকেই গলা ফাটিয়ে নাম কেনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ওর পরিবারের উপর কী চলছে সেটা কেউ একবার ভেবে দেখেছেন।

49

সোনু জানিয়েছন, সুশান্তের মৃত্যু নিয়ে অনেকেই গলা ফাটিয়ে নাম কেনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ওর পরিবারের উপর কী চলছে সেটা কেউ একবার ভেবে দেখেছেন।

59

নেটিজেনরা বলতে শুরু করেছেন, সোনু কঙ্গনার উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন। কারণ কঙ্গনাই সুশান্তের মৃত্যুর পর একের পর এক বলিউড ব্যক্তিত্বদের বিঁধেছেন।

69

সোনু আরও জানিয়েছেম, তিনি ফিল্মি পরিবারের সন্তান নয়, তাও বহিরাগত হয়ে নিজেকে ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত করেছেন, তার এই  মৃত্যু অনেকের চোখ খুলে দেবে।

79

সোনুর মতে, বহিরাগত, বহিরাগতই থাকবেন, কিন্তু পরিশ্রম করলে সাফল্য আসবেই। কিন্তু ভবিষ্যতে আমার ছেলে যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাহলে তাকে আমার মতো স্ট্রাগল করতে হবে না, যেটা আমাকে বাইরে থেকে এসে করতে হয়েছে এই জায়গাটা পেতে।

89

সোনুর সঙ্গে কঙ্গনা লড়াই চলছে সেই মণিকর্ণিকার সময় থেকেই। আজও তাদের ঠান্ডা লড়াই অব্যাহত এবং বহুচর্চিত।

 

99


মণিকর্ণিকার শুটিংয়ের সময় থেকেই সমস্যা শুরু হয় সোনু-কঙ্গনার। যার জেরে ছবিটি মাঝপথে ছেড়ে বেরিয়ে যান সোনু। সেই তিক্ততাও আজও গেথে রয়েছে সোনু মনে বলে দাবি নেটিজেনদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos