সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে। প্রতিদিনই যেন নয়া মোড় বেরিয়ে আসছে। মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুধু ড্রাগ সেবন নয়, ড্রাগ পাচার এবং ব্যবসায়িক ক্ষেত্রে ড্রাগ আদান-প্রদানেরও অভিযোগ আনা হয়েছে রিয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এবার বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গতকাল রাতেই ২ ড্রাগ সরবরাহকারীদের গ্রেফতার করেছে এনসিবি। এমনকী তাদের সঙ্গে রিয়ার ভাইয়েরও যোগ মিলেছে বলে সূত্রের খবর ।
সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে। সুশান্তের মৃত্যু তদন্তে রিয়াকে নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, সেই সময়েই সামনে এল বিস্ফোরক তথ্য।
210
রিয়ার সঙ্গে যে মাদক ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ ছিল তারও প্রমাণ আগেই মিলেছে। কারণ বিভিন্ন লোকের জন্য মাদক নিয়ে রিয়ার কথোপকথন প্রকাশ্যে এসেছে।
310
এবার বড় মাদকচক্রের পর্দাফাঁস করল এনসিবি। করণ ও আব্বাস নামের দুই ড্রাগ সরবরাহকারীকে গতকাল রাতেই গ্রেফতার করেছে।
410
গ্রেফতার হওয়ার পরই ধৃতদের থেকে জানা গেছে, বলিউডের অন্দরেই ড্রাগ সরবরাহ করত এই দুই ব্যক্তি। এছাড়া এমন কিছু নাম উঠে এসেছে, যারা সম্পূর্ণ এই মাদকচক্রের দেখভাল করতেন।
510
আজই এনসিবি-র জেরা করা হবে। এই জেরার ফলে যে তাবড় ব্যক্তিত্বদের নাম উঠে আসবে তা স্পষ্ট জানিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।
610
এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারীরা জেরায় জানিয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের সঙ্গেও তাদের যোগ রয়েছে।
710
গতকালই মুম্বইয়ের ফিল্মসিটি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই গ্রেফতার করা হয় মাদক পাচারকারীদের।
810
২ মাদক পাচারকারীদের কাছ থেকে ৩.৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
910
কিছুদিন আগেও কঙ্গনা রানাওয়াতও টুইটে জানিয়েছিলেন, এনসিবি বলিউডে হানা দিলেই বড় বড় রাঘববোয়ালরা ধরা পড়বে।
1010
ইতিমধ্যেই টানা পাঁচদিন ধরে সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিককে জেরা করেছেন সিবিআই। গতকালই ৮ ঘন্টা জেরা করা হয়েছে তার বাবা-মাকে।