৫০ বারের বেশি ফোন নম্বর বদলে ছিলেন সুশান্ত, কেদারনাথ-এর পরই হারায় সুশান্ত

Published : Jun 21, 2020, 02:57 PM IST

সুশান্ত সিং রাজপুতের বলিউডে পা রাখার পর প্রতিটা ধাপেই যেন লুকিয়ে রয়েছে একের পর এক রহস্য। একে একে অভিনেতাকে নিয়ে মুখ খুলেছন ঘনিষ্ঠ মহলের মানুষেরা। আর কিছু তথ্য উঠে আসছে পুলিশি জেরার মাধ্যমে। এবার সুশান্তের কেদারনাথ ছবির পর মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন পরিচালক অভিষেক কাপুর।  

PREV
19
৫০ বারের বেশি ফোন নম্বর বদলে ছিলেন সুশান্ত, কেদারনাথ-এর পরই হারায় সুশান্ত

সুশান্ত সিং রাজপুত টেলি দুনিয়া থেকে বড় পর্দায় পা রাখলেও একের পর এক ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে সকলের নজর কাড়ার চেষ্টা করেছিলেন অভিনেতা।

29

কাই পো ছে দিয়ে যাত্রা শুরু। পরিচালক অভিষেক কাপুরের হাত ধরেই অভিনয়ের জগতে হাতেখড়ি হয়েছিল সুশান্তের। সেই পরিচালকের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে পরবর্তী ছবির কাজ শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। 

39

কিন্তু কোন অবসাদ থেকে এত তাড়াতাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সুশান্ত। কিছুতেই মানতে পারছেন না পরিচালক অভিষেক। 

49

একের পর এক স্মৃতির পাতা থেকে তথ্য তুলে এনে সকলের সামনে রাখছেন তিনি। এবার খোলসা করলেন কেদারনাথ ছবির পরবর্তীতে মানসিক অবস্থা কেমন ছিল সুশান্তের, তা নিয়ে।

59

কেদার নাথ ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন সারা আলি খান। এই ছবিতে দুই তারকাই অনবদ্য অভিনয় করলেও সারার অভিনয়ই সকলের প্রশংসায় জায়গা পেল, হারিয়ে গেলেন সুশান্ত। 

69

এরপর থেকেই খানিকটা ভেঙে পড়েছিলেন অভিনেতা। পাল্টে ছিলেন ৫০ বারেরও বেশি নিজের ফোন নম্বর। পাওয়া যেত না তাঁকে। 

79

অভিষেক আরও জানান, সেই সময় তিনি নিজে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সুশান্তের সঙ্গে। কয়েকবার ম্যাসেজও পাঠিয়েছিলেন অভিনেতাকে। 

89

কিন্তু তখন সংবাদ মাধ্যমে সারার তারিফ। পাতায় পাতায় কেবল সেই কথাই লেখা। জায়গা করে নিতে পারেনি সুশান্তের নজর কাড়া অভিনয়। 

99

অভিনেতার মৃত্যুর পেছনে একাধিক পরিস্থিতি দায়ী। তিলে তিলে সুশান্ত ভেঙে পড়ছিলেন কিন্তু সময় থাকতে তা কেউ ভেবেই দেখল না। আক্ষেপ পরিচালকের। 

click me!

Recommended Stories