Published : Jul 22, 2020, 02:48 PM ISTUpdated : Jul 22, 2020, 02:49 PM IST
সিনে জগত মানেই সেখানে ভরপুর বিনোদন। যতটা প্রভাব থাকে ছবির গল্পে, অভিনয়ে, ঠিক ততটাই সাধারণকে মাতিয়ে তোলে ছবির গান। গল্পে থাকা গান কিংবা সংলাপ যখন অভিনেতা-অভিনেত্রীরা বলে থাকেন, তখন তাঁর দায়বদ্ধতা থেকে যায় দর্শকদের ওপর, সেই ভুমিকাতেই নজর কেড়েছিলেন সুস্মিতা সেন।