'গোল্ড ডিগার থেকে লোভী', প্রতারক ললিত-এর সঙ্গে নাম জড়াতেই নোংরা কটাক্ষ, জবাবে কী বললেন সুস্মিতা?

বলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া,  নেটদুনিয়ায় চোখ রাখলেই একটাই খবরে তোলপাড় নেটপাড়া। ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক। অসম বয়সী প্রেমের খবর যেন সকলকে চমকে দিয়েছে রাতারাতি। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। জীবনে এসেছে  একাধিক প্রেম। আসলেও কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। তবে ললিতকে নিয়েও চর্চার শেষ নেই। ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা, শুধু তাই নয় তিন সন্তানের বাবাও । লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে রয়েছে পলাতকের তকমা।  তবে এই বয়সে এসে,আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কিসের জাদুতে সুস্মিতার মন জিতলেন তা নিয়েও চর্চার শেষ নেই নেটপাড়ায়। ইতিমধ্যেই গোল্ড  ডিগার, লোভী নানা কুকথা জুড়ে গিয়েছে সুস্মিতার নামের পাশে। টাকার লোভেই নাকি প্রেমে পড়েছেন বুড়ো বয়সে। এহেন নানা বিতর্কের  মধ্যেই এবার যোগ্য জবাব দিলেন সুস্মিতা।

Riya Das | Published : Jul 18, 2022 7:07 AM IST
19
 'গোল্ড ডিগার থেকে লোভী', প্রতারক ললিত-এর সঙ্গে নাম জড়াতেই নোংরা কটাক্ষ, জবাবে কী বললেন সুস্মিতা?

সুস্মিতা সেনের  জীবনে একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি। বরং ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা।

29

সুস্মিতা সেনের  জীবনে একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি। বরং ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা।

39

নেটদুনিয়ায় চোখ রাখলেই একটাই খবরে তোলপাড় নেটপাড়া। ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। শিরোনামে থাকাটা যেন স্বভাবসিদ্ধ সুস্মিতার সেনের।

49


সুস্মিতার সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠতা নতুন কোনও বিষয় নয়। কারণ, সুস্মিতা যখন তাঁর অল্পবয়সে খ্যাতির চূড়ান্ত শিখরে তখন ললিত মোদী ভারতের ক্রিকেট ময়দানের কর্মকর্তাদের বাদশা। তারমধ্যে আইপিএল-এর সাফল্য ললিত মোদী রাতারাতি বিশাল প্রভাবশালী ও ক্ষমতাবান এবং অবশ্য গ্ল্যামারার্স দুনিয়ার এক কেস্টবিস্টু হওয়ার সুযোগ করে দিয়েছিল। 

59


তবে ললিতকে নিয়েও চর্চার শেষ নেই। ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা, শুধু তাই নয় তিন সন্তানের বাবাও । লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে রয়েছে পলাতকের তকমা।  তবে এই বয়সে এসে,আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কিসের জাদুতে সুস্মিতার মন জিতলেন তা নিয়েও চর্চার শেষ নেই নেটপাড়ায়।
 

69


 ইতিমধ্যেই গোল্ড  ডিগার, লোভী নানা কুকথা জুড়ে গিয়েছে সুস্মিতার নামের পাশে। নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। টাকার লোভেই নাকি প্রেমে পড়েছেন বুড়ো বয়সে। এহেন নানা বিতর্কের  মধ্যেই এবার যোগ্য জবাব দিলেন সুস্মিতা।

79

সম্প্রতি নিজের সোশাল মিডিয়ায় দুটি নিউজ আর্টিকল পোস্ট করেছেন সুস্মিতা সেন। যার মধ্যে একটি হল- মহিলাদের গোল্ড ডিগার বলার সমস্যাযুক্ত সংস্কৃতি। এই পোস্টের সঙ্গে হার্ট, হাগ, জোড় হাত করার মতো ইমোজি ব্যবহার করে সুস্মিতা লিখেছেন, আ সেলফ মেড ওম্যান।

89


সুস্মিতার দ্বিতীয় পোস্টটিতে দেখা যাচ্ছে, সুস্মিতা সেন ও ললিত মোদীর সম্পর্ক নিয়ে নোংরা প্রতিক্রিয়া। এই আর্টিকেলের কিছু লাইন হাইলাইট করে হ্যাশট্যাগে লিখেছেন, সুন্দরভাবে ব্যাখ্যা করা, সুন্দরভাবে বর্ণনা করা। এই পোস্টেও আ সেলফ মেড ওম্যান জুড়ে দিয়েছেন।

99

এখন শুধু ললিতের সঙ্গে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়েছেন সুস্মিতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঝড় বইছে বলিউডে এবং নেটপাড়ায়। এককথায় বলতে গেলে বলিউড থেকে সোশ্যাল মিডিয়া সুস্মিতা সেন ও ললিত মোদীই যেন নেটপাড়ার হটকেক। তিনি যে কতটা প্রেমে থাকতে ভালবাসেন তা সকলেরই জানা। জীবনে আসা এত পুরুষের মধ্যে শেষমেষ যে প্রাক্তন আইপিএল কর্তার প্রেমে পড়লেন সুস্মিতা সেন।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos