এ তো গেল গাউনের কথা। গাউনের সঙ্গে হাতের যে গ্লাভস পরেছিলেন সেটাও মোজা দিয়ে বানিয়ে পরেছিলেন অভিনেত্রী। তাতে ইলাস্টিক লাগিয়েই হাতের গ্লাভস বানিয়েছিলেন অভিনেত্রী। এই হল সেই বিশেষ দিন। প্রথম ভারতীয় হিসেবে মাত্র ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। নাম ঘোষণার পর ঠিক এমনই প্রতিক্রিয়া হয়েছিল সুস্মিতার।