রাস্তার দর্জির তৈরি গাউন পরেই মাথায় উঠেছিল 'মিস ইন্ডিয়া'র মুকুট, জানুন সুস্মিতার অবাক করা কাহিনি

Published : Apr 17, 2020, 11:05 AM IST

বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন  প্রথম ভারতকে এনে দিয়েছিল মিস ইন্ডিয়া এবং  মিস ইউনিভার্সের খেতাব। সালটা ১৯৯৪। সেই বছরই রানার্স আপ হয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন আরও এক বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও কীভাবে জিতেছিলেন মিউ ইউনিভার্স খেতাব, এর পিছনেও রয়েছে বিশাল এক ইতিহাস। যা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি সুস্মিতার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই উঠে এসেছে সেই জার্নির সমস্ত ঘটনা। আর তারপরের বাকিটা ইতিহাস।  

PREV
112
রাস্তার দর্জির তৈরি গাউন পরেই মাথায় উঠেছিল 'মিস ইন্ডিয়া'র মুকুট, জানুন সুস্মিতার অবাক করা কাহিনি

সালটা ১৯৯৪। মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল বাঙালি কন্যা সুস্মিতা সেনের মাথায়।

212

কিন্তু সেই খেতাবের পিছনে রয়েছে বিশাল এক ইতিহাস যা অনেকেরই অজানা।

312

বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন  প্রথম ভারতকে এনে দিয়েছিল মিস ইন্ডিয়া এবং  মিস ইউনিভার্সের খেতাব। সালটা ১৯৯৪। সেই বছরই রানার্স আপ হয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন আরও এক বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই।

412

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য।

512

সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন সুস্মিতা। তাই এত দামি পোশাক পরার সামর্থ ছিল না।

612


ফাইনালের দিন চারটি আলাদা আলাদা পোশাক পরার কথা ছিল সুস্মিতার। কিন্তু এত পয়সা কোথায় যে এত ড্রেস কিনবে।

712

সুস্মিতার মা ৪ টি পোশাকের কথা শুনেই তাকে বলেছিল যে লোকে তোমায় দেখতে আসবে, তোমার পোশাক নয়। 

812

 তারপরই মাকে নিয়ে দিল্লীর সরোজিনী নগর মার্কেট থেকে মিস ইন্ডিয়া খেতাবের ওই গাউনের কাপড় কিনে এনেছিলেন সুস্মিতা।

912


এখানেই শেষ নয় গাউনটি কিনে সেখানকার একজন স্থানীয় টেলারকে দিয়েই গাউনটি সেলাই করিয়েছিলেন সুস্মিতা। স্থানীয় টেলার তার বাড়ির নীচে পেটিকোট তৈরি করতেন। তার সেলাই করা গাউন পরেই মিস ইন্ডিয়ার মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়।
 

1012

এ তো গেল গাউনের কথা। গাউনের সঙ্গে হাতের যে গ্লাভস পরেছিলেন সেটাও মোজা দিয়ে বানিয়ে পরেছিলেন অভিনেত্রী। তাতে ইলাস্টিক লাগিয়েই হাতের গ্লাভস বানিয়েছিলেন অভিনেত্রী। এই হল সেই বিশেষ দিন। প্রথম ভারতীয় হিসেবে মাত্র ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। নাম ঘোষণার পর ঠিক এমনই প্রতিক্রিয়া হয়েছিল সুস্মিতার। 

1112


গাউন বানানোর পর বেচে যাওয়া কাপড় দিয়েই তার মা নিজের হাতে ফুল বানিয়ে গাউনে লাগিয়ে দিয়েছিল। 

1212


সুস্মিতা আরও জানিয়েছেন, 'যেদিন আমি মিস ইন্ডিয়া হয়েছিলাম সেই দিনটা সত্যিই আমার কাছে ভীষণ বড় ছিল। টাকা দিয়ে সব কিছু বিচার কার যায় না। মনের ইচ্ছাটাই সবথেকে বড়।'

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories