ন্যায় বিচার পাক সুশান্ত-রিয়া দুজনেই, 'বন্ধ হোক সার্কাস', বিস্ফোরক তাপসী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে এবার বিস্ফোরক তাপসী পান্নু। টানা চেড় মাস ধরে চলা এই তদন্তের একাধিক মোড় নিয়ে এবার সরব হলেন তাপসী।. বরাবরই তিনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, এবার নাম না করেই কটাক্ষ করলেন বলিউড কুইনকে। 

Jayita Chandra | Published : Sep 1, 2020 9:24 AM IST / Updated: Sep 01 2020, 02:56 PM IST
19
ন্যায় বিচার পাক সুশান্ত-রিয়া দুজনেই, 'বন্ধ হোক সার্কাস', বিস্ফোরক তাপসী

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একাধিকবার কড়া টক্করে সামিল হয়েছেন তাপসী পান্নু। এবার নাম না করে কঙ্গনাকে তোপ তাপসীর।

29

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের মৃত্যুর কেস নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু। সেখানেই তিনি ক্ষোভ প্রকাশ করে জানালেন গত দেড় মাস ধরে যা হচ্ছে তা ঠিক না।

39

বলিউডের অন্দরমহল নিয়ে বড্ড বেশি কেচ্ছা ছড়াচ্ছে সর্বত্র। মাফিয়া রাজ থেকে শুরু করে ড্রাগ, একাধিক অভিযোগে জেরবার বলিউড। 

49

আগে থেকেই নেটদুনিয়ায় বা সর্বত্র যে রাজনীতি চলছে তা ঠিক নয়। সুশান্ত সিং রাজপুতের কেস এখন কেবল এক সাধারণ মৃত্যু রহস্য নয়।

59

এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক রঙও। তা নিয়েই এবার সরব হয়ে তাপসী জানান, যদি কারুর কোনও ক্ষোভ থাকে তবে তা প্রকাশ্যে এসে বলা উচিৎ। কারুর মৃত্যুকে অস্ত্র করে নয়। 

69

সুশান্তের মৃত্যুর রহস্য সামনে আসুক। বিচার পাক অভনেতা। কিন্তু বর্তমানে যা চলছে তা কখনই কাম্য নয়। 

79

অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে প্রকাশ্যে আলোচনা। পাশাপাশি বিচার পাক রিয়াও। এমনটাই দাবি তাপসীর।

89

তাঁর কথায় সত্যি সামনে আসুক। সুশান্তের মৃত্যু নিয়ে যা চলছে তা বর্তমানে সার্কাসে পরিণত হয়েছে। মিডিয়া ট্রায়াল নিয়েও মুখ খোলেন তাপসী পান্নু। 

99

অনেকেই তাপসীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তবে কি রিয়ার পক্ষ নিয়ে কথা বলছেন তাপসী, উঠছে প্রশ্নও, যদিও নিজের মত সাফ জানিয়েছেন অভিনেত্রী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos