ইমরানের জন্যই কি কেরিয়ার শেষ, ঘনিষ্ট দৃশ্যে শ্যুটই হল কাল, বিস্ফোরক তনুশ্রী

এক সময় বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বেশ কিছু বোল্ড চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে যার মধ্যে অন্যতম ছিল আশিক বানায়া আপনে ছবি। কিন্তু আজ সেই ছবির জন্য আক্ষেপ করেন অভিনেত্রী। 

Jayita Chandra | Published : Sep 10, 2021 5:53 AM IST
19
ইমরানের জন্যই কি কেরিয়ার শেষ, ঘনিষ্ট দৃশ্যে শ্যুটই হল কাল, বিস্ফোরক তনুশ্রী

తనుశ్రీ దత్తా తెలుగులో నటించిన ఏకైక చిత్రం వీరభద్ర. ఈ మూవీలో తనుశ్రీ బాలయ్యతో ఆడి పాడింది. ఆ చిత్రం నిరాశపరచడంతో తనుశ్రీ టాలీవుడ్ కు దూరమైంది. 2010లో సినిమాలకు ఫుల్ స్టాప్ పెట్టిన తనుశ్రీ ఇటీవల బాగా బొద్దుగా మారింది. సినిమాల్లోకి రీఎంట్రీ ఇవ్వాలంటే బరువు తగ్గడం తప్పనిసరి. 

29

ভারতের বুকে এই পথ দেখিয়েছিলেন তিনি। নানা পাটেকরের বিরুদ্ধে এনেছিলেন অভিযোগ। সেই মুহূর্তে পাশে পেয়েছিলেন একাধিক তারকাকে।

39

অধিকাংশই তাঁর হয়ে কথা বলেছেন। কিন্তু অভিনেত্রী কোথাও গিয়ে যেন একটা সময়ের পর হারিয়ে যেতে বসেছিলেন বলিউড থেকে।

49

ভালো অভিনয় থেকে শুরু করে দক্ষতার সঙ্গে নিজের লুক তুলে ধরে সকলের নজর কেড়েছিলেন তনুশ্রী দত্ত। একের পর এক ছবি করার স্বপ্নও দেখতেন তিনি। 

59

কেন হল এমন পতন, প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়েছিলেন তিনি তাঁর জীবনের সব থেকে হিট ছবিই তাঁর পক্ষে ছিল না।

69

আশিক বানায়া আপনে ছবির মধ্যে দিয়ে বলিউডে এক ভিন্ন পরিচিতি পেয়েছিলেন তনুশ্রী দত্ত। তাঁর কেরিয়ারে সব থেকে হিট ছবি।

79

একাধিক সাহসী দৃশ্যে ধরা দিয়েছিলেন তনুশ্রী। বোল্ড লুক দেখে ভক্তরা হয়েছিল পাগল। মুহূর্তে হিট করে ছবি। ঝড় তোলেন এই ডিভা। 

89

ইমরান হাসমির বিপরীতে অভিনয় করে ঝড় তুলেছিলেন বি-টাউন বক্স অফিসে। বর্তমানে সেই ছবির কথা মনে করে আক্ষেপ করেন তনুশ্রী।

99

তাঁর মতে, এই ছবিতে অভিনয় করার পরই বদলে যায় তাঁর চাহিদা। ইমরান হাসমির সঙ্গে এতটা বোল্ড চরিত্রে অভিনয় করা তাঁর উচিৎ হয়নি। এর পর থেকেই কেবল এই ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে তাঁর কাছে। যা বাধ্য হয়েই ফিরিয়ে দিতেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos