২০০২ সালে হিট অ্যান্ড রান কেসে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। দীর্ঘ ১৩ বছর ধরে চলেছিল এই কেস। অবশেষে ১৩ বছর পর বম্বে হাইকোর্ট জানিয়েছিল, সলমন কাউকে হত্যা করেননি। এবং নিম্ন আদালতের তদন্তেই গোলযোগ ছিল। সলমন খানের মতোই কি ভাগ্যবান হবেন রজত বেদি, কী হতে চলেছে আগামীতে তা নিয়ে বাড়ছে জল্পনা।