'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের

'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকের মুনমুন দত্তকে যৌনকর্মী বলে সম্বোধন করেছে এক নেটিজেন। কেবল তাই নয়। অশ্লীল প্রশ্নও করেছেন মুনমুনের পোস্টে। বাংলার এই অভিনেত্রী বহুদিন মুম্বইতে কাজ করছেন। 'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকে ববিতার চরিত্রে অভিনয় করেন তিনি। সেখান তারক মেহতার লাভ ইন্টারেস্ট হল এই ববিতা। গ্ল্যামারাস এই অবতারে মুনমুনকে বেশ পছন্দ করে দর্শকমহল। তাঁর এই সৌন্দর্যের কারণে অভিনেত্রীর ভক্তদের সংখ্যা নেহাতই কম নয়। সেই ভক্তদের মাঝেই যে এই অশ্লীলতা লুকিয়ে ছিল তা তিনিও টের পাননি। 

Adrika Das | Published : May 3, 2020 1:46 PM IST / Updated: May 03 2020, 08:54 PM IST
110
'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের

ডিজিটাল দুনিয়াতে পদার্পণ করার পর সেলেব্রিটি এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে গিয়েছে। 

210

নিয়মিত সেলেব্রিটিদের পোস্ট, নিজের পুঙ্খানুপুঙ্খ খবর সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে আসে। 

310

নিত্যদিন তাঁদের আপডেট পেতে পেতে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি উৎসাহ বেড়ে যায়।

410


এমনকি তারকারাও নিজেদের ভক্তদের থেকে ফিডব্যাকের আশা করতে থাকে। 

510


এই দূরত্ব কমতে কমতে এখন তারকাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে ভুলে গিয়েছে অসংখ্য নেটিজেন। 

610

যেখানে তাঁদের বিরুদ্ধে নানা কমেন্টও ভেসে ওঠে পোস্টে। কেবল তাই নয়, অশ্লীল মন্তব্য করে বসে তারা।

710

এমনটাই সম্প্রতি ঘটেছে মুনমুন দত্তের সঙ্গে। এই বঙ্গতনা বহু বছর ধরেই তারক মেহতা কা উল্টা চশমাতে অভিনয় করছেন।

810

তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। ফলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমশ।

910

সম্প্রতি তাঁকে যৌনকর্মী বলে সম্বোধন করে বসল এক নেটিজেন। তাঁকেই কড়া জবাব দিয়েছেন মুনমুন।

1010

তাঁকে ব্লক করার আগে রীতিমত কড়া ভাষায় জবাবা দিয়েছেন মুনমনু।

Share this Photo Gallery
click me!

Latest Videos