কাফতানের আড়ালে লুকিয়ে 'বেবিবাম্প', কীভাবে ভক্তদের বোকা বানালেন জনপ্রিয় নায়িকা

বি-টাউনের ফের খুশির খবর। করিনা কাপুর, অনুষ্কা শর্মা, সাগরিকার পর এবার মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি। বয়স ৩৯। এতদিন ধরে ভক্তদের বোকা বানিয়ে গেলেন অভিনেত্রী। কিন্তু কীভাবে? ঢিলেঢালা পোশাক, কাফতান, ফুলের বুকে সমস্ত কিছু দিয়েই সুচতরতার সঙ্গে আড়াল করে রেখেছিলেন বেবিবাম্প। সময় এগোনোর সঙ্গে সঙ্গেই নিজের বেবিবাম্পের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, কীভাবে দীর্ঘদিন তিনি ভক্তদের বোকা বানিয়েছেন, জানলে আপনিও চমকে যাবেন।

Riya Das | Published : Oct 14, 2020 6:19 AM IST
110
কাফতানের আড়ালে লুকিয়ে 'বেবিবাম্প', কীভাবে ভক্তদের বোকা বানালেন জনপ্রিয় নায়িকা

বি-টাউনের ফের খুশির খবর। করিনা কাপুর, অনুষ্কা শর্মা, সাগরিকার পর এবার মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি।

210

ডার্ক শেডের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন অনিতা। ছোট পর্দায় অনিতা মানেই সিরিয়াল হিটের ফর্মূলা।

310

সম্প্রতি নিজের বেশ কয়েকটি ছবির কোলাজ তৈরি করে খুশির খবর জানিয়েছেন অনিতা। যেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যাচ্ছে।

410

ছবি শেয়ার করে অনিতা জানিয়েছেন,  একবার নয়, চারবার বেবিবাম্প লুকিয়ে রেখেছেন অনিতা। এবং তোমাদের সকলকে বোকাও বানিয়েছি।

510

বয়স ৩৯।  এই বয়সে মা হতে চলেছেন অনিতা। আর সেই কারণেই বেজায় খুশি অভিনেত্রী। স্বাভাবিক ভাবে গর্ভবতী হতে পেরে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। বয়টা শুধুই একটা সংখ্যামাত্র।

610


খুব বুদ্ধি করে সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটি লুকিয়ে রেখেছিলেন অনিতা। কারণ প্রথম অবস্থায় কাউকেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে চাননি অনিতা।

710


আর সেই কারণেই বাইরে বেরানোর সময় খুব সাবধানতা বজায় রেখেই তিনি বেরিয়েছেন। 

810

কখনও কাফতান, কখনও ঢিলে শার্ট, আবার কখনও ফুলের বুকে নিয়ে নিজের পেট ঢেকে রেখেছেন। এভাবেই বিভিন্ন উপায়ে তিনি নিজের বেবিবাম্প লুকিয়ে রেখেছেন।

910

সন্তান জন্মের সময় খুব বেশি দেরি নেই। আর তখনই সবাইকে খুশির খবর জানিয়েছেন অনিতা।

1010

 তিনি যে গর্ভবতী তা আগে কাউকে বুঝতেই দেননি অভিনেত্রী। ২০১৩ সালে প্রেম করে বিয়ে করেছিলেন অনিতা। তারপর থেকে রোহিতের সঙ্গে সুখের সংসার করছেন অনিতা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos