Published : Sep 03, 2021, 04:55 PM ISTUpdated : Sep 03, 2021, 05:49 PM IST
সবে তো স্বপ্ন দেখা শুরু, জীবনে হাজার ফুল পাওয়ার বাকি ছিল শেহনাজের, কথা ছিল ফুল দেওয়ারও, তবে এ কোন ফুলে সেজে উঠল তাঁর ভালোবাসা, খবর পেতেই ভেঙে চুরমার শেহনাজ। সিদ্ধার্থ আর নেই। ভক্তমহল কেবলই খোঁজ করেছে গত ২৪ ঘণ্টায় কেমন আছেন শেহনাজ, অপেক্ষার অবসান, অবশেষে সামনে আসলেন তিনি।
স্বপ্নের মত সাজানো জীবন। তিলে তিলে বেড়ে ওঠা প্রেমকাহিনির সাক্ষী গোটা দেশ। ভক্তদের ভালোবাসায় সারা জীবন বেঁচে থাকবে শেহনাজ ও সিদ্ধার্থের সম্পর্ক।
213
বৃহস্পতিবারই ঘটল ছন্দপতন। বদলাতে থাকা জীবনের সমীকরণ কোথাও গিয়ে যেন হঠাৎই দুঃস্বপ্নের রাতে পরিণত হল। এ কী খবর এলো!
313
বৃহস্পতিবার সকালে শ্যুটিং করতে গিয়েছিলেন শেহেনাজ গিল। সেখানেই ছিল ব্যস্ত। হঠাৎ ব্যস্ততার মাঝেই এলো খবর।
413
সিদ্ধার্থ আর নেই। শুনে বুক কেঁপে ওঠে। ততক্ষণ খবর ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঝড়ের বেগে ভাইরাল হওয়া খবরের শিরোনামে সিদ্ধার্থ।
513
মুহূর্তে ভক্তমহল খোঁজ শুরু করে, কেমন আছেন সিদ্ধার্থ প্রেমিকা! কী প্রতিক্রিয়া তাঁর, সুস্থ আছেন তো! কি করছেন তিনি!
613
কেউ কেউ তাঁদের প্রেমকাহিনির প্রসঙ্গ তুলে বলে, কোনও দিন শেষ হবে না প্রেমকাহিনি। সারা জীবন ভক্তরাই বাঁচিয়ে রাখবে তা নিজেদের স্মৃতির পাতায়।
713
এরপর চলে খোঁজ খোঁজ রব, কোথায় শেহনাজ, খবর আসে ভালো নেই তিনি, অসুস্থ বোধ করছেন। তাঁকে সামলাতে দিল্লি থেকে হাজির হয় তাঁর ভাই।
813
এরপর ২৪ ঘণ্টা কেয়ে যায়। দিল্লির থেকে আসে তাঁর ভাইও। কিন্তু একবারের জন্যও সামনে আসেনি শেহনাজ। এবার সামনে এলো সেই ছবি।
913
কুপার হসপিটাল থেকে বার করে আনা হল সিদ্ধার্থের মরদেহ। অএরপর সোজা তা নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে। সেখানেই হাজির শেহনাজ।
1013
সঙ্গে তাঁর ভাই। পরণে সালওয়ার। চোখে মুখে বিষাদের ছাপ। বিদ্ধস্ত অবস্থায় নামলেন গাড়ি থেকে। মুহূর্তে ছেঁকে ধরে মিডিয়া।
1113
কোন মতে দিদিকে আড়াল করে ভেতরে নিয়ে যায় তাঁর ভাই। মুখে মাস্ক, চুল এলোমেলো, চোখ ভর্তি জল, মুখ চোখ লাল।
1213
এ কোন রূপ শেহনাজের। সব হারানোর বেদনা তাঁকে ভেঙেছে একরাতেই। ছবি সামনে আসতেই ভক্তদের সমবেদনার ঝড়। এ ছবি সহ্য করার নয়।
1313
ভেতরে প্রবেশ করতেই কাছের মানুষেরা এগিয়ে এলো। শেহনাজকে সান্তনা দিতে, সামলাতে। সেই ছবিই এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সিদ্ধার্থহীন শেহনাজ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।