সিনেমা করে যত না নাম কামালেন, মোদি-অমিত বিরোধিতা স্বরাকে করেছে বিখ্যাত

বলি অভিনেত্রী স্বরা ভাস্কর বি-টাউনে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছে। মূলত সাপোর্টিং রোলে অভিনয়ের জন্য স্বরা বি-টাউনে জনপ্রিয়। ছক ভাঙা অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন স্বরা। অভিনয়ের পাশাপাশি বহুবার সমালোচনা মুখে পড়েছেন স্বরা। সিএএ, এনআরসি নিয়ে যারা প্রতিবাদের সুর তুলেছেন তাদের মধ্যে অন্যতম কান্ডারি স্বরা ভাস্কর। তিনি নিজেকে 'ফ্রি বার্ড' বলে মনে করেন। এবং অন্যদেরও এই ভাবে দেখতে চান স্বরা।  ছক ভাঙা অভিনেত্রী হিসেবে নন বরং তার চাইতে কন্ট্রোভার্সি যেন  বেশি জনপ্রিয় করেছে স্বরাকে। 

Riya Das | Published : Feb 28, 2020 5:27 AM IST
111
সিনেমা করে যত না নাম কামালেন, মোদি-অমিত বিরোধিতা স্বরাকে করেছে বিখ্যাত
একদিকে ছক ভাঙা অভিনয়, অন্যদিকে নিজের ব্যক্তি স্বাধীনতাতে অনড় বলি অভিনেত্রী স্বরা ভাস্কর।
211
নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিল্লীর এই অশান্তির জন্য কে বা কারা দায়ী তা নিয়েও নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা।
311
এমনকী দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন স্বরা। তারপর থেকেই গ্রেফতার করা হোক অভিনেত্রী স্বরাকে এই নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। শুধু তাই নয়, টুইটারে 'অ্যারেস্ট স্বরা ভাস্কর' বলে ট্রেন্ডও শুরু হয়ে গেছে।
411
নিজের স্পষ্ট মতামতের জন্য কম বিতর্কের মুখে পড়তে হয়নি স্বরাকে। উঠেছে গ্রেফতারির দাবি। তাতেও তাকে দমানো যায়নি।
511
শুধু দিল্লি হিংসায় নয়, কলকাতাতে এসেও রাজাবাজারে সিএএ বিরোধী আন্দোলেনর মঞ্চেও সুর চড়িয়েছেন স্বরা।
611
স্বরার এই বক্তব্যের পরই জ্বলে উঠেছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতেও জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। স্বরা এই কান্ডকে কেউই মেনে নিতে পারছেন না। তাকে যেন শিগগির গ্রেফতার করা হয় তার আওয়াজ উঠেছে টুইটারে।
711
সবাই যে দিকে হাঁটে স্বরা যেন তার বিপরীতমুখী। অভিনয় থেকে রাজনৈতিক মতামত সবেতেই নিজেকে অন্য ভাবে মেলে ধরেছেন স্বরা।
811
সাহসী পোশাকেও নজর কেড়েছেন অভিনেত্রী স্বরা।
911
সদ্যই সমকামীর চরিত্রে প্রকাশ্যে এসেছেন স্বরা ভাস্কর।
1011
ছবির নাম 'শীর কোরমা'। এই ছবিতেই স্বরা ভাস্কর ও দিব্যা দত্তকে সমকামীর চরিত্রে দেখা যাবে।
1111
সমাজের চোখরাঙানিকে যে তিনি তোয়াক্কা করেন না তা যেন আবারও প্রমাণ করেন দিলেন অভিনেত্রী স্বরা। ছবির ট্রেলারেই প্রকাশ্যে এসেছে দুজনের রোম্যান্স।
Share this Photo Gallery
click me!

Latest Videos