জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!

এই মুহূর্তে বলি পাড়া তথা নেট দুনিয়ায় বহুল চর্চিত বিষয় সুস্মিতা সেন ও ললিত মোদীর সম্পর্ক। তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানারকম মন্তব্য শুরু হয়ে গেছে, কেউ বলছেন তাঁদের ব্যসের এত পার্থক্য সম্পর্ক কি আদৌ টিকবে? এবার কেউ কেউ বলছেন অভিনেত্রী নাকি ললিত বিপুল সম্পত্তির প্রতি আগ্রহী হয়েই সম্পর্কে জড়িয়েছেন, সে সব পরের কথা, কিন্তু জানেন কি সুস্মিতা সেন ছাড়াও বলিউডে আরও অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা কোটিপতি ব্যবসায়ীকে বিয়ে করেছেন, চলুন জেনে নেওয়া যাক কারা কারা রয়েছেন এই তালিকায় এবং ঠিক কত টা সম্পত্তির মালিক তাঁরা।

Abhinandita Deb | Published : Jul 25, 2022 12:03 PM
111
জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!

সুপার ড্যান্সার চ্যাপ্টার ফর জাজ, শিল্পা শেট্টি ব্রিটিশ বিজনেসম্যান রাজ কুন্দ্রা কে  বিয়ে করেছিলেন ২২ নভেম্বর ২০১৯ এ  রাজ অনেক ভেনচারের মালিক শুধু নন, আইপিএল টিমের ও মালিক, তাঁদের দুটি সন্তান রয়েছে। ভিয়ান রাজ কুন্দ্রা এবং শমিশা শেট্টি কুন্দ্রা। তাঁদের মত সম্পত্তি প্রায় ১৩৪ কোটি

211

বলিউড অভিনেত্রী জুই চাওলা মেহেতা গ্রুপের মালিক জি মেহেতাকে ১৯৯৫ এর ডিসেম্বরে বিয়ে করেন। তাঁদের জাহ্নবী মেহেতা অর্জুন মেহেতা নামে দুটি সন্তান আছে, জয়ের মত সম্পত্তির পরিমাণ ২৫৪ কোটি টাকা 

311

গজনী অভিনেত্রী আসিন রাহুল শর্মা কে বিয়ে করেন ২০১৬ এর ১৯ জানুয়ারি। রাহুল মাইক্রোম্যাক্সের কো- ফাউন্ডার। ২০১৭ টে তাঁদের কন্যা সন্তান জন্ম নেয়। আসিন ও রাহুলের মত সম্পত্তির পরিমাণ ১৪৬০ কোটির কাছাকাছি।

411

রবিনা ট্যান্ডন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন ২০০৪ এর ২২ ফেব্রুয়ারি। তাঁদের দুটি সন্তান রয়েছে। তাঁদের মত সম্পত্তি ৪৭ কোটি টাকা।

511

বলিউড অভিনেত্রী সোনম কপূর তাঁর দীর্ঘ দিনের বিফরেন্ড আনন্দ আহুজাকে ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন। আনন্দ একজন অন্ত্রপ্রণর এবং বিজনেসম্যান। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪৭৩৩ কোটি টাকা।
 

611

হেমা মালিনী কন্যা ইশা দেওল তাঁর শৈশবের বন্ধু ভরত তখতানিকে বিয়ে করেন ২০১২ সালে। ভরত একজন হিরে ব্যবসায়ী যার আর জি ব্যাঙ্গেল প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে। তাঁদের রাধ্যা এবঙ্ মিরায়া নামে দুটি কন্যা সন্তান রয়েছে। ১৩৬ কোটি টাকার মালিক এই দম্পতি।

711

মর্দানি অভিনেত্রী রনি মুখোপাধ্যায় ফিল্ম পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন ২০১৪ সালের ২১ এপ্রিল। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। রনি ও আদিত্যর মোট সম্পত্তির পরিমাণ ৬,৫০০ কোটি।

811

অভিনেত্রী অমৃতা আরোরা তাঁর বিজনেসম্যান বয়ফ্রেন্ড শাকিল লাদাককে ২০০৯ এর ৪ মার্চ  বিয়ে করেন। তাঁদের মোট সম্পত্তি ৮৭ কোটি টাকা 

911

ওয়ান্টেড অভিনেত্রী আয়েশা টাকিয়া ফারহান আজমিকে বিয়ে করেন ১ মার্চ ২০০৯ এ যিনি একটি মেগা হোটেলিআর। তাঁদের মোট সম্পত্তি ৭২ কোটি টাকা।
 

1011

অভিনেত্রী সেলিনা জেটলি দুবাই ও সিঙ্গাপুরের হোটেল চেনের মালিক পিটার হাগকে বিয়ে করেন ২০১১ এর ২৩ জুলাই। পিটার একজন অস্ট্রিয়ান। সেলিনা বর্তমানে তিন সন্তানের মা। তাঁদের মোট সম্পত্তি ১৬৭ কোটি টাকা 
 

1111

টেলিভিশন অভিনেত্রী সানা খান মুফতি সইদকে বিয়ে করেছেন, ২০২০ এর ১৯ নভেম্বর, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩ কোটি টাকা 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos