যদি আপনি ফ্যাশন টিপস চান , তবে অবশ্যই দিশা পটানিকে ফলো করতে পারেন, অভিনেত্রী কখনোই তাঁর ভক্ত তথা প্যাপদের কখনোই হতাশ করেন না নতুন্যতুন বোল্ড লুকে ধরা দিতে। শনিবার, দিশা এক ভিলেন রিটার্নস-এর জন্য আরও একটি প্রচারে এসেছিলেন, এবং সন্ধ্যার জন্য তাঁর এই নতুন লুকটি ছবির ট্রেলার লঞ্চের সময় থেকে এখনও পর্যন্ত সবচেয়ে হটেস্ট। এদিন দিশা,জন আব্রাহাম, অর্জুন কপূর ও তারা সূতারিয়া মুম্বাই এর আন্ধেরি ওয়েস্টে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। যেখানে তাঁরা একসঙ্গে একটি জিপে করে এসে উপস্থিত হন।