ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা নাকি একে অপরের বন্ধু হয়না। এরকম ধারণা মানুষের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এটা যে সম্পুর্ন মিথ তা বলিউডের কিছু সেলিব্রিটিদের বন্ধুত্ব দেখলেই বুঝতে পারবেন। এই প্রজন্মের স্টার-কিডদের বন্ধুত্ব আপনাকে রীতিমত অনুপ্রেরণা যোগাবে, নভ্যা নভেলি ও শাহরুখ পুত্র আরিয়ান খান, অনন্যা পান্ডে ও শাহরুখ কন্যা সুহানা, করণ জোহর থেকে টুইঙ্কেল একে অপরের প্রাণের বন্ধু! চলুন দেখে নি ঠিক কত টা গাঢ় তাঁদের বন্ধুত্ব।
অমিতাভ পৌত্রী নভ্যা ও শাহরুখ পুত্র আরিয়ান ইংল্যান্ডের সেভেনক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। সেই সুবাদে বন্ধুত্বের সূত্রপাত। তাঁদের প্রায়ই একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায়।
25
অমিতাভ পৌত্রী নভ্যা ও শাহরুখ পুত্র আরিয়ান ইংল্যান্ডের সেভেনক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। সেই সুবাদে বন্ধুত্বের সূত্রপাত। তাঁদের প্রায়ই একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায়।
35
শ্রদ্ধা ও টাইগার-এর জুটি বাঘি থেকেই দর্শকদের খুব পছন্দের, সম্প্রতি বাঘি-২ তে তাঁদের একসঙ্গে জিটি হিসেবে দেখা গিয়েছিল। জানেন কি তাঁরা একে অপরের স্কুল ফ্রেন্ড ছিল। তিন বছরের জন্য তাঁরা একই স্কুলের ক্লাসমেট ছিলেন।
45
দুন স্কুলের এনট্র্যান্স পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর, পঞ্চগনি বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিলেন করণ জোহর, তখন টুইঙ্কেলও সেই বোর্ডিং স্কুলেই পড়ছিলেন। তার পর থেকেই ভালো বন্ধুত্ব হয়ে যায় তাঁদের মধ্যে, যা এখন অটুট।
55
সুনীল শেট্টির কন্যা অথিয়া শেট্টি ও জ্যাকি শ্রফ কন্যা তথা টাইগার শ্রফের একমাত্র বোন কৃষ্ণা শ্রফ বোম্বের আমেরিকান স্কুলে একসঙ্গে পড়েছেন। তবে থেকে বন্ধুত্বের শুরু এবং এখনো তাঁদের প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।