কলঙ্কঃ করণ জোহারের মাল্টিস্টারার ছবি কলঙ্ক বক্স অফিস থেকে শুরু করে দর্শকমহলেও মুখ থুবড়ে পড়ে। এই ছবির সেটের জন্য করণ জোহার এবং সাজিদ নাদিয়াদওয়ালা ১৫ কোটির টাকার বেশি খরচা করেছিলেন। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, মাধুরী দিক্ষীত, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুর ছিলেন অভিনয়ে।