৩৫০ কোটি টাকা খরচ করেও নিন্দায় ভরেছে দর্শকমহল, মুখ থুবড়ে পড়েছে প্রভাস, খান-দের ছবি

Published : Aug 17, 2020, 11:43 AM IST

সেট থেকে শুরু করে নায়ক-নায়িকার কস্টিউমে সাংঘাতিক খরচা। ছবি হিট করানোর জন্য উঠে পড়ে লেগে থাকে প্রযোজক-পরিচালকরা। সঞ্জয় লীলা বনশালীর বিলাসবহুল সেট হোক বা যশ রাজের বড় বাজেটের ছবি। কমতি নেই কোথাও। তবুও বলিউডে এমন অনেক ছবিই রয়েছে যেগুলির পিছনে কোটি কোটি টাকা খরচা করেও কোনও লাভই হয়নি। বক্স অফিস নয়তো দর্শকমহল, কোথাও না কোথাও মুখ থুবড়ে পড়েছে সেই ছবিগুলি। এই তালিকায় বলিউডের তিন খান শাহরুখ, সলমন, আমির সহ রয়েছে দক্ষিণী হিরো প্রভাসের ছবিরও নাম। দেখে নিন কোন ছবির জন্য কত টাকা খরচ হয়েছে।

PREV
18
৩৫০ কোটি টাকা খরচ করেও নিন্দায় ভরেছে দর্শকমহল, মুখ থুবড়ে পড়েছে প্রভাস, খান-দের ছবি

সাহোঃ বলিউডে প্রভাসের ডেবিউ। 'বাহুবলী'র পর প্রভাসের ভক্তসংখ্যা বিপুল হয়ে দাঁড়ায়। বলিউডে ডেবিউ বলেই ভক্তদের আশাও ছিল অনেকখানি। প্রযোজনা সংস্থার ছবিটির জন্য ৩৫০ কোটি টাকা খরচা করে। অথচ মুক্তি পেতেই একের পর এক নিন্দা উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। 

28

ঠগস অফ হিন্দোস্তানঃ যশ রাজ ফিল্মসের ছবি ঠগস অফ হিন্দোস্তান। অভিনয় ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখ। ৩০০ কোটি টাকা খরচা করা হয়েছিল ছবিটি তৈরি করতে। চিত্রনাট্য সহ ছবিটির কোনও উপাদানই পছন্দ হয়নি দর্শকের। 

38

জিরোঃ বক্স অফিস থেকে শুরু করে দর্শকমহল, চারিদিকে থেকে হারিয়েছিল শাহরুখ খানের রোম্যান্সের ছোঁয়া। জিরো ছবির জন্য ২০০ কোটি টাকা খরচা করেও কোনও লাভই হয়নি। কোনওভাবেই ছবিটি প্রশংসা পায়নি। 

48

ব্যাং ব্যাংঃ ক্যাটরিনা কাইফ এবং হৃত্বিক রোশন অভিনীত ব্যাং ব্যাং ছবিতে তাঁদের জুটি দর্শকের পছন্দ হয়েছিল ঠিকই তবে ছবির চিত্রনাট্য সম্পূর্ণ ফল্পের খাতায় গিয়ে ওঠে। হৃত্বিক এই ছবির জন্য নিয়েছিলেন ৩০০ মিলিয়ন অন্যদিকে ছবিটির জন্য খরচা হয় ১৪২ কোটি টাকা। 

58

রেস থ্রিঃ এই ছবির চিত্রনাট্য পাতে দেওয়ার যোগ্য নয়। রেস থ্রি-র বিষয় এমনই জানিয়েছিলেন চলচ্চিত্র সমালোচকরা। সলমন খানের ছবি বক্স অফিসে কামাল দেখায় ঠিকই তবে তাঁর ভক্তদেরও ছিল একই মত। প্রায় ২০০ কোটি টাকা ছবির পিছনে খরচা করেও কোনও লাভ হয়নি। 

68

বম্বে ভেলভেটঃ এই ছবির হাত ধরেই একটি বড় চরিত্রে অভিনয় করেছিলেন করণ জোহার। মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর, অনুষ্কা শর্মা। পুরনো মুম্বইকে সিনেপর্দায় তুলে ধরা হয়েছিল এই ছবিতে। শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছিল গোটা ছবির শ্যুটিং। ১২০ কোটি টাকা খরচা হয় পুরনো মুম্বই তৈরি করতে। প্রায় এক বছর তৈরি হয়েছিল প্রতিটি সেট।

78

প্রেম রতন ধন পায়োঃ রাজস্থানের বিভিন্ন জায়গায় শ্যুটিং চলেছিল প্রেম রতন ধন পায়ো ছবির। সলমন খানের এই ছবির জন্য খরচা হয় প্রায় ১০০ কোটি। বিভিন্ন ফোর্ট ভাড়া করতেই লেগেছিল কোটি টাকা। সলমন এবং সোনম কাপুরকে জুটি হিসাবে পছন্দ হয়নি ভক্তদের।

88

কলঙ্কঃ করণ জোহারের মাল্টিস্টারার ছবি কলঙ্ক বক্স অফিস থেকে শুরু করে দর্শকমহলেও মুখ থুবড়ে পড়ে। এই ছবির সেটের জন্য করণ জোহার এবং সাজিদ নাদিয়াদওয়ালা ১৫ কোটির টাকার বেশি খরচা করেছিলেন। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, মাধুরী দিক্ষীত, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুর ছিলেন অভিনয়ে।

click me!

Recommended Stories