অসম্পূর্ণ প্রেমের কাহিনি, রাজ কাপুরের সঙ্গে বিচ্ছেদেই আত্মহত্যার চেষ্টা নার্গিসের

নার্গিস দত্তের জন্মবার্ষিকীতে তাঁর জীবনের প্রত্যেক সফলতার প্রসঙ্গ যেমন উঠে আসে তেমন শেষজীবনে সেই ট্যাজেডির কথাও উঠে আসে। আজ সে সমস্ত নিয়ে যেমন কথাবার্তা, লেখালিখি চলবে, তেমনই রাজ কাপুর এবং নার্গিসের বহুচর্চিত লাভ আফেয়্যারের কথাও উঠে আসে প্রায়সই। তাঁদের অবর্তমানে দু'জনের রসায়ন আজও সকলের কাছে ক্লাসিক। ২০২০ সালে এসেও রাজ-নার্গিসের জুটি এখনও জনপ্রিয়তার শীর্ষে। দর্শক আরও অনেক ছবি তাঁদের থেকে আশা করেছিল। তবে হঠাৎ করেই যেন সব শেষের পাতায় চলে এল। সম্পর্কে চিড় ধরা, আরকে স্টুডিওতে নার্গিসের ফিরে না যাওয়া, রাজ কাপুরের সঙ্গে চোখাচুখিও না হওয়া। 

Adrika Das | Published : Jun 1, 2020 1:30 PM IST
114
অসম্পূর্ণ প্রেমের কাহিনি, রাজ কাপুরের সঙ্গে বিচ্ছেদেই আত্মহত্যার চেষ্টা নার্গিসের

রাজ কাপুরের সঙ্গে সম্পর্কে ইতি টেনে মানসিক অবসাদে ভুগতেন নার্গিস। অ্যালেজেড লাভ আফেয়্যার নিয়ে বিতর্ক গড়িয়েছিল বহুদূর। 

214

'জাগতে রাহো' ছিল রাজ-নার্গিসের একসঙ্গে অভিনয় করা শেষ ছবি। এরপর আর তাঁদের একে অপরের সঙ্গে কাজ করতে দেখা যায়নি।

314

কেন এমনটা ঘটেছিল। তাঁদের টানটান রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকত দর্শকমহল। বক্স অফিসে কামাল দেখিয়েছে তাঁদের জুটি। তবে কেন সম্পর্কে এল এমন ভাঙন।

414

একমাত্র 'জাগত রাহো' ছবিতে নার্গিস, রাজ কাপুরের জোগনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে প্রত্যেক ছবিতে তাঁর লেডি লাভ হিসেবে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।

514

এই ছবিতে তেমন চরিত্রে না পেয়ে দর্শকরা বেশ হতাশ হয়। বক্স অফিসে সামান্যতম ম্যাজিকও ছড়াতে পারলেন না তাঁরা।

614

এক্সপেরিমেন্টের চক্করে মুখ থুবরে পড়ল এই ছবি। তারপরই নার্গিসের অভিমানের পালা। রাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটল এরপর।

714

কেবল রাজ কাপুর নন, আরকে স্টুডিওতেও যাওয়া ছেড়ে দিলেন তিনি। ঋষি কাপুরের অটোবায়োগ্রাফি 'খুল্লম খুল্লা ঋষি কাপুর আনসেন্সরড'-এ এমনটাই লেখা ছিল।

814

এছাডা়ও 'দ্য লাভ স্টোরি অফ নার্গিস অ্যান্ড সুনীল দত্ত' বইটিতে লেখা ছিল, নার্গিস, রাজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর স্যুইসাইডল হয়ে গিয়েছিলেন।

914

একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সেই সময় কাউকে পাশে পাননি নার্গিস কেবল সুনীল দত্তকে ছাডা়। 

1014

সময়ের সাথে সাথে ফের প্রেমে পড়লেন নার্গিস। সুনীল দত্তের হাত ধরে নতুন পথচলা শুরু অভিনেত্রীর। 

1114

অন্যদিকে নার্গিসের ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি রাজ কাপুর। নার্গিস চলে যাওয়ার পর আরকে স্টুডিও কিছু অংশ তেমনই রেখে দিয়েছিলেন যেভাবে নার্গিস পছন্দ করতেন। 

1214

এর ২৪ বছর পর তিক্ততা ধীরে ধীরে মুছতে থাকল। নেপথ্যে ঋষি কাপুর এবং নীতু কাপুরের বিয়ের অনুষ্ঠান। 
 

1314

ঋষি কাপুর এবং নীতু কাপুরের বিয়ের সময় আরকে স্টুডিওতে গোটা কুড়ি দিন ধরে চলেছিল অনুষ্ঠান। সেই সময় আরকে স্টুডিওতে সুনীল দত্তের সঙ্গে হাজির হয়েছিলেন নার্গিস।

1414

জানা যায়, রাজ কাপুর যতদিন বেঁচে ছিলেন, ততদিন নার্গিসের সমস্ত জিনিস আরকে স্টুডিওতে আগলে রেখে দিয়েছিলেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos