টাইগার শ্রফ বলেন, আমার অনেক দিন ধরেই একজনকে ভাল লাগে। তবে তিনি দিশা পাটানি নন, তিনি হলেন বলি নায়িকা শ্রদ্ধা কাপুর। আমার ওকে খুবই ভাল লাগে। স্কুলে পড়ার সময় থেকেই ওর প্রতি একটা ভাল লাগা ছিল। তবে বেশ ভয় লাগত। দূর থেকেই তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে। উল্লেখ্য, 'বাঘি' ছবিতে টাইগার ও শ্রদ্ধাকে একসঙ্গে দেখা গেছে। এছাড়াও 'বাঘি ৩' ছবিতে তাদের আবারও একসঙ্গে দেখবে দর্শক। তবে কি দিশাকে ভুলে শ্রদ্ধার প্রেমে পড়েছেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ, জোর জল্পনা শুরু হয়েছে টিনসেল টাউনে।