110
২০১৯ থেকেই টাইগার শ্রফের লাভ লাইফ খবরের শিরোনামে। জ্যাকি পুত্র কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই প্রশ্নের উত্তর মিলেছিল বছর তিনেক আগেই।
Subscribe to get breaking news alertsSubscribe 210
দিশা পাটানিকেই বিয়ে করতে চলেছেন টাইগার শ্রফ। নেট দুনিয়ায় একাধিক ছবি পোস্ট থেকে শুরু করে তাঁদের বাক্যালাপ তারই প্রমাণ দিয়েছিল।
310
তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই সামনে আসে তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। যদিও এখন তা অতীত।
410
এরপরই সামনে আসে শ্রদ্ধা কাপুরের নাম। তবে কোনও জল্পনা নয়, টাইগার এবার নিজে মুখেই জানালেন সেই কথা।
510
ছোট থেকেই শ্রদ্ধা প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন টাইগার। কিন্তু কোনও দিনই সাহস করে বলে উঠতে পারেননি।
610
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনে কথা খুলে বললেন টাইগার শ্রফ। জানালেন ছোট থেকেই মনে কোনে শ্রদ্ধার বাস।
710
স্কুল থেকেই শুরু ভালোলাগা। সেখানে নাকি প্রতিদিন নিজের চুল উড়িয়ে হাজির হতেন শ্রদ্ধা, তখন থেকেই টাইগার তাঁর ফ্যান।
810
তবে এই বিষয় কিছুই জানতেন না শ্রদ্ধা কাপুর। ছবির প্রমোশনে টাইগারের মুখেই প্রথম এই কথা শুনলেন তিনি।
910
একসঙ্গে ছবি করেছেন তাঁরা, দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও গাঢ়। তবে কেন আগেই টাইগার বলেননি এই কথা, সেই প্রশ্নও তোলেন শ্রদ্ধা।
1010
তবে টাইগারের এই প্রস্তাব শুনে নিজের মনের কথা কখনই মুখে আনেননি শ্রদ্ধা, তাঁর লাভ লাইফ জমে হিট। তাই টাইগার এক কথায় রিজেক্টই বটে।