বাঘি ২ করেই আট বেডরুমের বাংলো, একটি বিজ্ঞাপনের জন্য কত কোটি নেন টাইগার

Published : Aug 17, 2020, 12:26 PM IST

টাইগার শ্রফ, স্টারকিড, কিন্তু তিনি তাঁর ভক্তমহল বেজায় আলাদা। একে একে ছবি করে ধীরে ধীরে ভক্তদের মনে জায়গা করে নিয়ে তিনি আজ সুপারস্টার। ভাগ্য ঘোরানোর মূলে ছিল দুই ছবি। বাঘি ২ ও স্টুডেন্ট অব দ্য ইয়ার। তারপরই পাল্টে যায় কেরিয়ার গ্রাফ। 

PREV
19
বাঘি ২ করেই আট বেডরুমের বাংলো, একটি বিজ্ঞাপনের জন্য কত কোটি নেন টাইগার

স্বপ্ন ছিল বাড়ি কেনার। তা পূরণ করতে খুব বেশিদিন লাগেনি। বাঘি টু বক্স অফিসে বিস্তর সাফল্যতা লাভ করে। 

29

এই ছবি করার পরই টাইগার বান্দ্রাতে এক পেল্লাই বাড়ি কিনে ভেলেন। যারঁ ভেতরে রয়েছে আট আটটি বেডরুম।

39

টাইগার বর্তমানে এই ফ্ল্যাটেই থাকেন। কেবল বাড়িই নয়, গাড়িরও বেজায় সখ টাইগারের। যদিও ছুটিতে পরিবারের সঙ্গেই সময় কাটান টাইগার।

49

শরীরচর্চা বা মার্শাল আর্ট, দুইয়েতেই পার্ফেক্ট তিনি। তাই বাড়িতে এরই বিশেষ ব্যবস্থা করা করা আছে। যেখানে নিত্য শরীরচর্চা করে থাকেন টাইগার। 

59

২০১৪ সালে পর্দায় প্রথম দেখা যায় কৃতির বিপরীতে। ছবির নাম ছিল হিরোপন্থি। তখন টাইগার ১৮ মিলিয়ান ডলার আয় করেছিলেন ছবি থেকে। 

69

বর্তমানে টাইগার ৭৮ কোটি টাকার মালিক। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি, বাঘি থ্রি ও ওয়ার-এর পর এই সংখ্যা দাঁড়িয়েছে দ্বিগুণ। 

79

তবে টাইগারের মূল আয়টাই হয় বিভিন্ন সংস্থা থেকে। বিজ্ঞাপনের মধ্যে দিয়েই এই তারকা সকলের নজর কাড়েন। আর তাতেই বাজিমাত। 

89

একটি বিজ্ঞাপন করতে তিনি নিয়ে থাকে ২ থেকে ৩ কোটি টাকা। যে অঙ্কটা নেহাতই কম নয়। পাশাপাশি একাধিক ,সংস্থার হয়ে তাঁকে এই কাজ করতে দেখা যায়। 

99

টাইগার ও জ্যাকি শ্রফের মিলিয়ে মোট সম্পত্তির আর্থিক মূল্য ২৬৪ কোটি টাকা। যা শেষ কয়েক বছরে বেড়েছে ৭০ শতাংশ। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories