জন্মদিনে ভক্তদের স্পেশ্যাল উপহার দিলেন সিদ্ধার্থ, প্রকাশ্যে এল সেই ছবি
৩৫-এ পা রাখলেন বলি হার্টথ্রব সিদ্ধার্থ মলহোত্রা। মাত্র ১৮ বছর বয়সে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনয়ের শুরুতে করণ জোহরের সহ-পরিচালক হিসেবে কাজ করে ২০১২ সালে করণ জোহরের সিনেমা 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে অভিষেক ঘটে তার। কেরিয়ারের শুরুতেই ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেতা। বলিউডে পা রাখা মাত্রই জেন্টলম্যানের চাহিদা ছিল তুঙ্গে। ইতিমধ্যেই বলিউডে প্রথমসারিতে নিজের নামও পাকা করে ফেলেছেন অভিনেতা। বলি ইন্ডাস্ট্রির একের পর এক অভিনেত্রীর সঙ্গে নিজের নাম জুড়লেও তিনি আজ খোশমেজাজে। ব্যক্তিগত জীবন আর কর্মজীবন দুটোকেই ব্যালেন্স করে চলেছেন এই অভিনেতা। ৮ বছরের কেরিয়ারে জীবনে বলি ইন্ডাস্ট্রিতে চকোলেট বয়ের ইমেজ ঝেড়ে আজ কতটা পরিণত তিনি, দেখে নিন তার একঝলক।
Riya Das | Published : Jan 16, 2020 11:34 AM / Updated: Jan 16 2020, 11:47 AM IST
বলি হার্টথ্রব সিদ্ধার্থ মলহোত্রা আজ ৩৫ বছরে পা দিলেন। নিজের জন্মদিনের দিনই সকাল সকাল ভক্তদের উপহারও দিয়েছেন অভিনেতা।
আপকামিং ছবি 'শেরশাহ'পোস্টার নিজের সোশ্যালে পোস্ট করেছেন অভিনেতা। যা দেখেই ভক্তরা খুশি হয়ে গেছেন।
ছেলে হোক বা মেয়ে উভয়ের কাছেই জনপ্রিয় সিদ্ধার্থ। মেয়ে ভক্ত যেমন রয়েছে, তেমনই ছেলে ভক্তের সংখ্যাও কিছু কম নয়।
২০১২ সালে করণ জোহরের সিনেমা 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে অভিনয় করে ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেতা।
তারপর একের পর এক সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের।
স্কুল লাইফে মারপিট, বাস্কেট বল দিয়েই জীবনের প্রথম অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল সিদ্ধার্থর।
জেন্টলম্যান-এর মতো দেখতে হলেও তিনি বেশ ডেয়ারডেভিল।
একঘেয়েমি নয়, বরং তার বদলে কাটাছেড়া চরিত্র নিয়েউ এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন অভিনেতা।
সি সার্ফিং করতে অসম্ভব ভালবাসেন সিদ্ধার্থ।
প্রকৃতিপ্রেমী হিসেবে এবং ওয়াইল্ড লাইফ ট্র্যাভেলার হিসেবেও তিনি পরিচিত।
নিজেকে ফিট রাখতে জিম নিয়ে ব্যস্ত থাকেন অভিনেতা। নিজের ব্যস্ততার মধ্যেও সময় বার করে জিম সেশন বাদ পড়ে না তার তালিকা থেকে।
গ্ল্যামার, অভিনয়, দক্ষতা , প্রেম- ব্যক্তিগত জীবন সব নিয়েই তিনি সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউনে।
কেরিয়ারের শুরুতেই বি-টাউনের হট গার্ল আলিয়া ভাটের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিনের সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙন ধরেছিল তাদের।
নিজের ব্রেকআপের বিষয় নিয়ে মুখ না খুললেও তার এই ব্যক্তিগত জীবনটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল।
শুধু আলিয়াই নয়, বলি অভিনেত্রী কিয়ারা আডবানির সঙ্গেও নাম জড়িয়েছে তার। মাঝে মধ্যেই নানান জায়গায় নিজেদের ধরা দিচ্ছেন তারা। কয়েকদিন আগে আফ্রিকা ট্যুরে প্রকাশ্যে না এলেই দুজনের স্টেটাসই বলে দিয়ে তাদের গোপন কথা।
কখন স্টুডেন্ট তো কখনও ভিলেন আবার কখনও অ্যাংরি ইয়াং ম্যান তো কখনও ক্যাপটেন নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের অ্যাডেরও পরিচিত মুখ সিদ্ধার্থ।
'ভিলেন' ছবির পর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'মারজাওয়া'-তে তারা সুতারিয়ার সঙ্গে ফাটিয়ে অভিনয় করছেন সিদ্ধার্থ। ছবির প্রতিটি গানই হিট।
চলতি বছরের ৩ জুলাই আপকামিং ছবি 'শেরশাহ' প্রেক্ষাগৃহে আসতে চলেছে।