৪৬ এর জন্মদিনে ঐশ্বর্যা যাচ্ছেন সপরিবারে ভ্যাটিকান সিটি , জন্মদিনে থাকল তাঁর সেরা মুহুর্তের ছবি

Ritam Talukder | Published : Nov 1, 2019 8:19 AM IST / Updated: Nov 01 2019, 01:58 PM IST
110
৪৬ এর জন্মদিনে ঐশ্বর্যা যাচ্ছেন সপরিবারে ভ্যাটিকান সিটি ,  জন্মদিনে থাকল তাঁর সেরা মুহুর্তের ছবি
বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত। অন্য দিকে ঐশ্বর্যার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ।
210
ঐশ্বর্যা অভিনয়ে পা রেখেছিলেন মণিরত্নমের তামিল ছবি ইরুভার-এর মাধ্যমে। সে অনেক বছর আগের কথা। সেই মণিরত্নমের সঙ্গে আবার কাজ হওয়ায় খুশি ঐশ্বর্যা।
310
পরিচালক মণিরত্নমের নতুন ছবিতে এ বার দেখা যাবে তাঁকে। বহু দিন পর তামিল ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তন। এই ছবিতে একসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যাকে।
410
গনেশ বন্দনায় ঐশ্বর্যা রাই বচ্চন তার ছোট্ট মেয়ে আরাধ্য়ার সঙ্গে পুজো দিতে এসেছেন।
510
'অওর প্যার হো গ্যায়া' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বর্যা। আর তারপরের টুকু প্রায় সবার জানা। তিনি করলেন 'অওর প্যার হো গ্যায়া', এদিকে প্রেমে পড়লেন সলমান।
610
ঐশ্বর্যা রাই বচ্চন ভালবাসা ছড়িয়ে দিচ্ছেন, সব ভক্তের উদ্দেশ্য়ে।
710
রাজকীয় সাজে বড্ড বেশি মানানসই ঐশ্বর্যা রাই বচ্চন। উজ্জ্বল হলুদ রঙে তিনি যেনও অপরুপা।
810
বিশ্বসুন্দরী একদম নিজের মেজাজে। স্টাইলিশ সাজে যেনও কিছুটা রহস্য়ময়ী।
910
শ্বেতশুভ্র পোশাকে ছবি তুলছেন ঐশ্বর্যা রাই বচ্চন। একের পর এক ক্লিকেও ক্লান্ত নন তিনি।
1010
মঙ্গল কামনায় ও দীর্ঘায়ু কামনায় সারাদিন উপবাস থেকে পুজো করলেন ঐশ্বর্যা রাই বচ্চন ৷ আরাধ্য়াকে সঙ্গে নিয়ে ছবি তুললেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos