Published : Feb 25, 2020, 02:52 PM ISTUpdated : Feb 25, 2020, 07:25 PM IST
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ইতিমধ্যেই নজর না কাড়লেও বোল্ড লুকের জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন উর্বশী রাউতোলা। অভিনয় থেকে শরীরচর্চা সবেতেই আলোচনার শীর্ষে উঠে আসে তার নাম। উর্বশী রাউতোলার আজ জন্মদিন। ২৫ বছর পার করে তিনি ২৬ বছরে পা দিলেন। বরাবরই ভক্তদের কিছু না কিছু স্পেশ্যাল উপহার দিয়ে থাকেন উর্বশী। আর জন্মদিনের দিন দর্শকদের চমক দেবেন না এটা হতে পারে না। তাই জন্মদিনের দিনই ভক্তদের মন রাখতে হট পোজে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। অন্তঃর্বাস না পরেই ফোটোশ্যুটে পোজ দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন অভিনেত্রী। দেখে নিন অভিনেত্রীর হট লুকের একগুচ্ছ ছবি।