তাঁর জন্মদিনটা 'হলিডে' হওয়া উচিত, দাবি তুলে হট পোস্ট উর্বশীর

Published : Feb 25, 2020, 02:52 PM ISTUpdated : Feb 25, 2020, 07:25 PM IST

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ইতিমধ্যেই নজর না কাড়লেও বোল্ড লুকের জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন উর্বশী রাউতোলা। অভিনয় থেকে শরীরচর্চা সবেতেই আলোচনার শীর্ষে উঠে আসে তার নাম। উর্বশী রাউতোলার আজ জন্মদিন। ২৫ বছর পার করে তিনি ২৬ বছরে পা দিলেন। বরাবরই ভক্তদের কিছু না কিছু স্পেশ্যাল উপহার দিয়ে থাকেন উর্বশী। আর জন্মদিনের দিন দর্শকদের চমক দেবেন না এটা হতে পারে না। তাই জন্মদিনের দিনই ভক্তদের মন রাখতে হট পোজে  ছবি পোস্ট করলেন অভিনেত্রী।  অন্তঃর্বাস না পরেই ফোটোশ্যুটে পোজ দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন অভিনেত্রী। দেখে নিন অভিনেত্রীর হট লুকের একগুচ্ছ ছবি।

PREV
110
তাঁর জন্মদিনটা 'হলিডে' হওয়া উচিত, দাবি তুলে হট পোস্ট উর্বশীর
জীবনের ২৫ টি বসন্ত পার করে আজ ২৬ বছরে পা দিলেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা।
210
জন্মদিন স্পেশ্যালে একটি ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন উর্বশী।
310
অন্তঃর্বাস না পরে অনাবৃত জোড়া দুই পায়ের ছবি নিজের সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী।
410
শুধু তাই নয়, ছবি পোস্ট করে এও জানিয়েছেন তার জন্মদিনটা হলিডে হওয়া দরকার।
510
হট লুকের অভিনেত্রীর এই ছবিতে হু হু করে বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা।
610
নিজের ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন অভিনেত্রী উর্বশী।
710
উর্বশী রাউতোলার এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
810
মাঝেমধ্যেই নিজের ফিটনেসের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগেও একটি ওয়ার্ক আউটের ভিডিও নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী।
910
২০১২ সালে মিউ ইউনিভার্স হয়েছিলেন অভিনেত্রী। তারপর ২০১৫ সালে মিস ডিভাতেও প্রথম স্থান অধিকার করেন অভিনেত্রী।
1010
তারপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ছবি করে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।
click me!

Recommended Stories