বৃহস্পতিবার রাতও কাটবে জেলে, মিলল না জামিন, শুক্রবার মিলবে আদালতের নির্দেশ

মিলল না জামিন। প্রথম থেকেই রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর উকিল জামিনের চেষ্টা করে চলেছেন। কিন্তু একের পর এক আবেদন পত্যাহার করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারও মিলল না জামিন। শুক্রবার এই নিয়ে মিলবে কোর্টের রায়। 

Jayita Chandra | Published : Sep 10, 2020 9:48 AM IST

18
বৃহস্পতিবার রাতও কাটবে জেলে, মিলল না জামিন, শুক্রবার মিলবে আদালতের নির্দেশ


মঙ্গলবার গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। সেদিনই তাঁকে মেডিক্যাল টেস্টের পর তোলা হয় কোর্টে। 

28

সেদিনই তাঁর ১৪ দিনের জেল ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার রাতেই জামিনের জন্য আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তীর উকিল।

38

কিন্তু সেদিন বেল না পাওয়ায় বুধবার আবেদন করা হয়, ও রিয়া চক্রবর্তীকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। 

48

বুধবারও জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর আবারও আবেদন করেছিলেন সতীশ মানসিন্ধে। বৃহস্পতিবার তারই শুনানী ছিল। 

58

এদিন সকাল থেকেই এনসিবি ও অভিযুক্তদের উকিলের খসরা শোনেন বিচারপতী। 

68

যেখানে রিয়া চক্রবর্তীর উকিল দাবি করেন, এনসিবির চাপে পড়ে রিয়া এই বয়ান দিয়েছে। রিয়া নিজে ড্রাগ নিতেন না। যার ফলে তাঁকে জামিন দেওয়া হক। 

78

যদিও এদিন কোর্ট তার রায় ঘোষণা করেনি। ফলে বৃহস্পতিবারও রিয়াকে নিয়ে যাওয়া হল জেলে।

88

শুক্রবার এই তদন্তের রায় জানাবে কোর্ট। মাদকচক্রে একাধিক ধারায় রিয়ার গ্রেফতারির দিকে তাকিয়ে জামিনে সৃষ্টি হচ্ছে বাধা। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos