সলমন খান- পোশাক ছাড়া ছবি দেওয়া সালমান খানের ট্রেন্ড, বলিউডে পা রাখার পর থেকেই বারেবারে বিভিন্ন ছবিতে বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে পোশাক খুলে ফেলতে দেখা গিয়েছে। তাই এই তালিকাতে সবার আগে নামটি থাকে তার। যদিও বর্তমানে বয়সের ভারে টানটান সুপার স্টার বোল্ড তিনি ধরে রাখতে না পারলেও, এখনো ভাইজানের একটি ছবি সামনে আসা মানেই তা ভাইরাল।