অন্যতম জনপ্রিয় ছবি পিকু,ছবি টি পরিচালনা করেছেন সুজিত সরকার। ছবি টি তে মেয়ে পিকু(দীপিকা) ও বাবার(অমিতাভ বচ্চন) মধ্যে ভালোবাসা, স্নেহ, মমতা কে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা বয়েছে।
পিকু দিল্লি তে বেড়ে ওঠা একজন স্থপতি। যে তাঁর বাবা ভাস্কর বন্দ্যোপাধ্যায় কে নিয়ে থাকেন। তাঁর মা মারা যাওয়ার পর পিকুই বাবার খেয়াল রাখে। পিকুর বাবার ক্রনিক কোষ্ঠিকাঠিন্যের ফলে প্রায়ই তাঁদের কে তাঁর জন্য অনেক রকম সমস্যা ও দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়।
তবুও পিকু কিন্তু তাঁর মার অনুপস্থিতি তে তাঁর বাবার ভালো মন্দের সব সময় খেয়াল রাখে। একঘেয়েমি জীবন থেকে মুক্তির জন্য পিকু তাঁর বাবা কে নিয়ে গাড়ি করে দিল্লি থেকে কলকাতায় তাঁদের পূর্বপুরুষের ভিটে তে আসার প্ল্যান করে, এবং সেই মত বেরিয়ে পড়ে, আর তাঁদের এই লং জার্নি তে তাঁদের কে সঙ্গ দেয় তাঁদের ড্রাইভার রানা চৌধুরী(ইরফান খান)।