বিটাউনের রিল লাইফের লাভবার্ড, ভালোবাসার সপ্তাহে সেরা ১০ বিটাউন জুটি

শুরু বসন্তের হাওয়া, প্রেমের ছোঁয়ায় প্রতিট জীবনের রঙ রাঙিয়ে তুলতে হাজির ভালোবাসার সপ্তাহ, সিনেমার পর্দায় বা সাহিত্যে ভালোবাসার প্রতীকে অভাব নেই, তবে রিয়েল লাইফে প্রেমপর্বকে ট্রেন্ডে তুলে একে বেশ কিছু বিটাউন জুটি রাজ করছে টিনেজারদের মনে। দেখে নেওয়া যাক সেরা দশ কোন কোন সেলেবকে রাখাই যায় প্রেমদিবস সেলিব্রেশনে। 

Jayita Chandra | Published : Feb 7, 2022 10:14 AM IST
110
বিটাউনের রিল লাইফের লাভবার্ড, ভালোবাসার সপ্তাহে সেরা ১০ বিটাউন জুটি

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (Deepika Padukone-Ranveer Singh) - প্রেমের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল দীপিকার, মন ভেঙেছিল এই সেলেবের, কিন্তু রণবীর সিং-এর চেষ্টা ফেরে জীবনের রঙ, আর এখন রিল থেকে রিয়েল লাইফ চুটিয়ে প্রেম করছেন দীপিকা-রণবীর, সাত পাকে বাঁধা পড়ে চুটিয়ে করছেন সংসার, সম্পর্কের ব্যালন্স বোধহয় একেই বলে। 

210

আলিয়া-রণবীর (Alia Bhatt- Ranbir Kapoor)- আলিয়া ভাট ও রণবীর কাপুর, এই দুইয়ের মধ্যে থাকা প্রেমের পারদ বর্তমানে তুঙঅগে। সদ্য সামনে এসেছে তাঁদের সম্ভাব্য বিয়ের খবর, তাতেই প্রেমদিবস সপ্তাহে ভাইরাল এই জুটি। চুটিয়ে করছেন প্রেম। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই দুই সেলেব এখন বিটাউনের হটকেক। ভক্তরা এখন অপেক্ষায় কবে বাজবে বিয়ের সানাই। 

310

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা- বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ প্রথম চোখে পড়ে গ্যালারিতে, তখন থেকেই একের পর এক প্রশ্নবাণে জর্জরিত এই জুটি স্থির করেন বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সাাত পাকে বাধা পড়ার পরও তাঁরা সকলকে তাক লাগিয়ে নিজের কেরিয়ার ও সম্পর্কের মাঝে সাম্যতা বজায় রেখেই সেট করেছেন রিলেশনসিপ গোল। 

410

মালাইকা আরোরা- অর্জুন কাপুর (Malaika Arora Arjun Kapoor) - মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে আলাদা করে ভক্তদের বোঝানোর কিছুই নেই, কারণ তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ ভোকাল, প্রকাশ্যেই প্রেম নিবেদণ করে থাকেন এই দুই জুটি, লিভইনে রয়েছেন, চর্চায় সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, বয়স, কিন্তু এসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত এই জুটি। 

510

সিদ্ধার্থ মালহোত্রা- কিয়ারা আডবানি- ছবির প্রোমোশনের জন্য একাধিক জায়গায় একসাথে দেখা যায় এই জুটিকে, শুধু তাই নয়, কিয়ারা আডবাণীর জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রার উপস্থিতি নিয়ে ও শুরু হয় গুঞ্জন। যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন সিদ্ধার্থ-কিয়ারা। এই প্রসঙ্গে কিয়ারার জানিয়েছিলেন যে 'সিদ্ধার্থ তাঁর খুব ভালো বন্ধু। জন্মদিনে তাঁর বন্ধু তার সঙ্গে দেখা করতে আসতেই পারেন। আপাতত সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই কাজ নিজেই ব্যস্ত।  দুজনের ঝুলিতেই রয়েছে একাধিক কাজ। তবে প্রেমের গুঞ্জণ তুঙ্গে। 

610

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal Katrina Kaif)- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এক কথায় বলতে গেলে বিটাউনের সম্প্রতি সবথেকে বেশি চর্চিত জুটি। প্রেমপর্ব থেকে বিয়ে, সকলের নজর কেড়েছিলেন তাঁরা, বর্তমানে চুটিয়ে রিল লাইফের কাজ করছেন, তবে রাখ ঢাক ভূলে মাঝে মধ্যেই নিজেদের ছবিও শেয়ার করতে ভুলছেন না তাঁরা। 

710

অনন্যা পান্ডে ইশান খট্টর- অনন্যা পান্ডে বিটাউনে পা রাখার পর থেকেই একের পর এক ছবিতে নিজের দারুণ পারফর্মে নজর কেড়েছেন, তবে নিজের জীবনের লাভ এঙ্গেল খুঁজে নিতে খুব বেশি সময় নেয়নি সে। ইশান খাট্টরকেই দিয়েছেন মন, আর বর্তমানে এই জুটিকে নিয়ে বিটাউনে গুঞ্জণ তুঙ্গে। যদিও দুজনেই বর্তমানে কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। 

810

জেনেলিয়া ডিসুজা- রিতেশ দেশমুখ- জেনেলিয়া ও রিতেশ দেশমুখ রিল লাইফ থেকে রিয়েল লাইফে জুটি বাঁধে, তবে এদের মধ্যে থাকা খাট্টা মিঠা সম্পর্কের আভাস সকলের নজরে আসে, মিষ্টি প্রেমের গল্পের মতই এদের সম্পর্ক, যা এক কথায় ঝড় তোলে নেট দুনিয়ায়। কিউট এই লাভ বার্ড আবারও একসঙ্গে ফিরছে পর্দায়। 

910

সইফ আলি খান-করিনা কাপুর (Saif Ali Khan Kareena Kapoor)- প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। কিন্তু বর্তমানে সেই প্রেমের সম্পর্কই যে কতটা মজবুত ছিল তা প্রমাণ করে দিয়েছে সইফ আলি খান ও করিনা কাপুর। ঝড়ের গতীতে হয়েছেন ভাইরাল এক সময়, দ্বিতীয়বার বিয়ে করছেন সইফ, কেরিয়ার নষ্টের ভয়কে তোয়াক্কা না করেই রিলেশনসিপ গোল সেট করেছিলেন এই জুটি। 

1010

কাজল-অজয় দেবগণ (Kajol-Ajay Devgn) - পর্দায় শাহরুখ কাজল জুটিকে নিয়ে যতই চর্চা হোক না কেন, বাস্তবে কাজলের পাশে অজয় দেবগণ মানেই বিটাউনের পার্ফেক্ট জুটি। মাঝে মধ্যেই তাঁদের এক সঙ্গে দেখা যায়। প্রকাশ্যে খুব কম এলেও, যেটুকু তাঁরা ধরা দেন, ভক্তদের চোখে সেইটুকুই গল্প হয়ে থাকে। ঠিক এভাবেই বোনা এই জুটির প্রেম কাহিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos