কেবিসি সেটে করোনার থাবা, আবারও উদ্বিগ্নে অমিতাভ, দ্বিতীয়বার আক্রান্তের ভয়, বন্ধ শ্যুটিং

কেবিসি শ্যুটিং এ সদ্য ফিরেছিলেন অমিতাভ বচ্চন। আনলকে ধীরে ধীরে ছন্দে ফিরছে শ্যুটিং পাড়া। সেই মতই শুরু হয়েছিল কেবিসি ২-এর শ্যুটিং। করোনাকে হারিয়ে ছন্দে ফিরেছিলেন অমিতাভ, আবারও বাড়িয়ে তুলল ভক্তমহলের চিন্তা, কেবিসি-র সেটে করোনার থাকা। 

Jayita Chandra | Published : Sep 3, 2020 9:39 AM IST / Updated: Sep 03 2020, 03:13 PM IST
18
কেবিসি সেটে করোনার থাবা, আবারও উদ্বিগ্নে অমিতাভ, দ্বিতীয়বার আক্রান্তের ভয়, বন্ধ শ্যুটিং

বলিউডে একাধিক তারকার শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বচ্চন পরিবারও সেই তালিকা থেকে বাদ পড়েনি। সদ্য করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছিলেন অমিতাভ বচ্চন।

28

আনলকের আগেই শুরু হয়েছিল কেবিসি ২ এর কাজ। বাড়ি থেকেই প্রোমো শ্যুট করেছিলেন অমিতাভ বচ্চন। সুস্থ হয়ে ফিরতেই শুরু করলেন রিয়ালিটি শো-এর কাজ। 

38

মুহূর্তে সেট থেকে একাধিক ছবি হয়ে উঠেছিল ভাইরাল। সেটে নিয়ম মেনেই মাস্ক পরে দেখা যায় অমিতাভ বচ্চনকে। 

48

তবে শেষ রক্ষা পেল না। সেটেই এবার দুজনের শরীরে মিলল করোনা ভাইরাস। একই সঙ্গে চলছিল শ্যুট। যার ফলে এই খবর বাড়িয়ে তুলল উদ্বেগ। 

58

বর্তমানে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ছে। প্রবীণ অভিনেতা দীর্ঘ তিন সপ্তাহের লড়াইয়ে বাড়ি ফিরেছিলেন। সেট থেকে আবারও ভাইরাস ছড়াবে না তো!

68

খবর প্রকাশ্যে আসতেই সকলের মাথায় চিন্তার ভাঁজ। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল কেবিসি ২-এর শ্যুটিং। 

78

বর্তমানে সুস্থই আছেন অমিতাভ বচ্চন। তবে সেটে দুই সদস্যের শরীরে কোভিড মেলায় বেড়েছে চিন্তা। প্রত্যেকেই রয়েছেন এখন সাবধানে।

88

শ্যুটিং সেটে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। তাই চিন্তা বাড়ছে তাঁকে নিয়েও। সদস্য জয়া বচ্চন ছাড়া পরিবারের সকলেই ছিলেন আতক্রান্ত। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos