৩০ কেজির পোশাক পরা থেকে এম এফ হুসেনের অনুপ্রেরণা, জন্মদিনে চেনা-অচেনা মাধুরী

দীর্ঘ ৩২ বছরের বলিউড কেরিয়ারে মাধুরী দীক্ষিতের ঝুলিতে রয়েছে অনেক কাহিনি। কখনও সেটের মাঝে ভারী পোশাক পরে নাচ, কখনও আবার একের পর এক ফিল্ম ফেয়ার পুরষ্কার পাওয়া। জন্মদিনে ফিরে দেখা অভিনেত্রীর সেই জানা-অজানা বলিউড কাহিনি। 

Jayita Chandra | Published : May 15, 2020 11:04 AM IST
18
৩০ কেজির পোশাক পরা থেকে এম এফ হুসেনের অনুপ্রেরণা, জন্মদিনে চেনা-অচেনা মাধুরী

দেবদাস ছবিতে যে পোশাকটি পড়ে মাধুরী নেচেছিলেন তার ওজন ছিল ৩০ কেজি। এই পোশাকটি বানিয়েছিলেন নীতা লুল্লা। 

28

মাধুরী দীক্ষিত একমাত্র অভিনেত্রী যিনি পর পর ১৪বার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন। যা এখনও পর্যন্ত কেউ পাননি। 

38

বিখ্যাত চিত্রকর এম এফ হুসেন মাধুরীর রূপে ছিলেন মুগ্ধ। তিনি হাম আপকে হ্যায় কউন দেখেছিলেন মোট ৬৭ বার। 

48

মাধুরীর ভক্তের সংখ্যা বিস্তর। একবার এক ভক্ত সরকারের কাছে আবেদন করেছিলেন মাধুরীর জন্মদিনের দিন জাতীয় স্তরে ছুটি ঘোষণা করা হোক। 

58

২০০৮ সালে মাধুরী দীক্ষিত পেয়েছিলেন পদ্মশ্রী পুরষ্কার। তাঁর অভিনয়ের যাদুতে সকলকে তিনি মুগ্ধ করে রেখেছিলেন। 

68

নব্বইয়ের দশকে সব থেকে বেশি পারিশ্রমিক নিতেন মাধুরী দীক্ষিত। হাম আপকে হ্যায় কউন ছবি করার জন্য তিনি নিয়েছিলেন ২.৭ কোটি টাকা। 

78

মাধুরী দীক্ষিত প্রথম ছবি করেছিলেন তাপস পালের বিপরীতে। তাপস পাল প্রয়াণে তিনি জানিয়েছিলেন শোকবার্তা। 

88

কেরিয়ারের শুরুতে একের পর এক ছবি শ্যুট করেছিলেন তিনি। তবে প্রতিটা ছবিই বক্স অফিসে সুপার ফ্লপ ছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos