সোনু নিগম হিন্দি ভাষার পাশাপাশি একাধিক ভাষায় গান করেছেন। সোনু পাঞ্জাবি, ওড়িয়া, কানাডা, তামিল, তেলেগু, ইংরেজি, ভুজপুরি, নেপানি সহ একাধিক ভাষায় নিজের গায়েকির প্রমাণ দিয়েছেন। প্রতিটি ভাষায় গান গাওয়ার সময় তাঁর উচ্চারণ এতো স্পষ্ট থাকতো, মনে হতো যেন সোনু বরাবরই সেই ভাষাতেই গান করেন।