সুরের সাগরে আজও বিরাজমান সোনু নিগম। বর্তমানে নতুন গায়কদের ভিড়ে কিছুটা কদর কমলেও, এখনও তাঁর গান শুনে গলা মেলাতে ভোলেন না কেউই। তবে শুধু কী সংগীত, এর পাশাপাশি মডেলিং, অভিনয়, সঞ্চালনা সহ একাধিক প্রতিভার অধিকারী তিনি। তাঁর লুক, স্টাইল, এবং পারসোনালিটিতে কুপোকাত সকলেই। অনেক মহিলার রাতের ঘুম উড়েছিল এই সুদর্শন চেহারার গায়কের জন্য।