প্রতিনিয়তই একের পর এক উদ্ভট ফ্যাশনে সমালোচনার শিকার হন উরফি জাভেদ। বরাবরই উদ্ভট ফ্যাশনে জুড়ি মেলা ভার উরফির। নেটিজেনরা একজন কমেন্টে জানিয়েছেন, 'কাজ নেই রে পাগলি', কেউ আবার লিখেছেন, 'এতগুলো পিন ধরে রাখলেন কীভাবে?' অন্য এক নেটিজেন বলেছেন, 'কেউ ওকে কাপড় দাও'।